হারিকেন ঝোলানো প্রথম পিকটা দেখে ভেবেছিলাম ভৌতিক কিছু হবে। কিন্তু পরে বুঝতে পারলাম চমৎকার একটি লোকেশন চিত্রা রিসোর্ট। চিত্রা রিসোর্টের অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখন তো মনে হচ্ছে খুব শীঘ্রই একবার গিয়ে ঘুরে আসতে হবে। আপনার স্মৃতি বিজড়িত কোয়েকাপ চিত্রা রিসোর্ট নামে নতুন করে খুঁজে পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। যদিও অনেক ছোটতে এসেছিলেন তারপরেও পুরনো স্মৃতি খুঁজে পাওয়া দারুন ব্যাপার। বিশাল আকৃতির দাবা দেখে খুব খেলতে ইচ্ছা করছে।
ধন্যবাদ আপনাকে।
আসলে আমার ওইখানে এমনিতেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওইটা যে এখন রিসোর্টে পরিণত হয়েছে সেটা ওখানে গিয়ে বুঝলাম।