You are viewing a single comment's thread from:
RE: দ্যা কলোনি - The Colony [ প্রথম খন্ড ]
ভাইয়া মনে হচ্ছে মুভিটি অনেক উত্তেজনা পূর্ণ হবে বিশেষ করে দ্বিতীয় খন্ডে। আসলে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও মিলিটারি বাহিনী যে অত্যাচার করেছিল। এক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে রাজাকার লোকটি যদি মিলিটারি বাহিনীকে বলে না দিত তাহলে লিনা ও ড্যানিয়েলের জীবনে এই পরিণতি আসতো না। তবে ড্যানিয়েল কে বাঁচানোর জন্য লিনার নিজেকে উৎসর্গ করে দেওয়ার ঘটনাটি খুব ভালো লেগেছে। দ্বিতীয় খন্ড দেখার অপেক্ষায় থাকলাম।