You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - ক্রসউইন্ডস( দশম পর্ব -সিজন ১)
গত পর্বেই আমি ঠিক ভেবেছিলাম শার্লী ওই টেররিস্টদের পাঠানো গুপ্তচর। কিন্তু উদ্ধার করে আনা মেসেঞ্জারের শুশ্রূষার দায়িত্ব পেয়েও সে তো মেসেজের মাধ্যমে সব গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। কিন্তু হঠাৎ করে কোন মেশিন ছাড়াও কেন বাকিরা ঝটকা খাচ্ছে এটা বুঝতে পারলাম না। কিন্তু শার্লি মেয়েটি ধীরে ধীরে বিপদজনক হয়ে উঠছে। তার কারণে সামনে না জানি আরো কত সমস্যা সৃষ্টি হয়। ড্যারিল কিডন্যাপ হওয়ার পর সে জীবিত আছে কিনা মরে গেছে সেটাও অনিশ্চিত। কাহিনী সামনে আরো রোমাঞ্চকর পরিস্থিতির দিকে যাচ্ছে। বেশ আগ্রহ হচ্ছে জানতে দেখা যাক কি হয়।