হ্যাঁ দাদা কিছু ভালোবাসা এরকমই হয়। প্রচন্ড ভালবাসা সত্ত্বেও হারিয়ে ফেলার ভয়ে তাকে বলতে অথবা আপন করে পেতে ইচ্ছা করে না। শুধু দূর থেকেই ভালোবেসে যাবো খুব ভালোবাসবো। বললে যদি প্রত্যাখ্যান করে দেয় সেটা তো সহ্য করা যাবে না। হ্যাঁ কিছু ভালোবাসা এমনই। শুধু ভালোবেসে যাওয়ার একটা আত্ম তৃপ্তি আছে সেখানে হারিয়ে ফেলার কোন ভয় নেই। দাদা আমার ঠিক এরকম ভালোবাসার একটি গল্প আপনার কনটেস্টে শেয়ার করেছিলাম। আজকে আপনার অনুকবিতা গুলো পড়ে বেশ আন্ততৃপ্তি পাচ্ছি। আমার সেই ভালোবাসাতেও হারিয়ে ফেলার ভয় ছিল না।
ধন্যবাদ আপনাকে।