You are viewing a single comment's thread from:

RE: [গান কভার]- সেই তুমি কেন এত অচেনা হলে...আয়ুব বাচ্চু || 10% for @ shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি!
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চল বদলে যাই...

ভাই আপনি আজকে গান কভার করতে গিয়ে অনেক সুন্দর একটি গান নির্ধারণ করেছেন। এই গানটি আমার অসম্ভব প্রিয়। এমন এক সময় ছিল যখন এই গানটা শুনে কত মুহূর্ত কাটিয়ে দিয়েছি সেটা হিসাব করে বলতে পারবোনা। গানের লাইনগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। আপনার কন্ঠে গাওয়া গানটি শুনে আবার নতুন করে ভালো লাগা তৈরি হলো। এই গানটি কভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার মত আমারও এক সময় ভীষণ প্রিয় ছিল এবং এখনো আছে। তবে বাচ্চু স্যার চলে যাওয়ার পর এই গানটি আর শোনা হয় না। যাই হোক ভালো থাকবেন এবং পাশেই থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91906.48
ETH 2349.28
SBD 0.63