RE: ফোটোগ্রাফি পোস্ট - সিরাজ উদ্যানে কিছুক্ষণ
পার্কটিতে প্রবেশের পর কি একটু ও কি সিরাজুদ্দৌলার মত ফিলিংস এসেছিল দাদা?? তার সৈন্য সমান্তের অস্তিত্ব তো এখনো রয়েই গেছে স্ট্যাচুর মাঝে।
তবে একটা কথা কিন্তু মানতেই হবে সেই সময়ে সিরাজুদ্দৌলার চেয়ে কিন্তু এখন ওখানে তার চেয়ে বেশি প্রশান্তিতে কিছুটা সময় কাটাতে পারবে। শীততাপ নিয়ন্ত্রিত বাহন, আশ্রয় এবং যতটা সম্ভব শীতল পানি। যার কোনটার স্বাদ এত বড় রাজ্বত্যের অধিকারী হয়েও সিরাজুদ্দৌলার পক্ষে সম্ভব হয়নি।
তবে বাঁধ সাদবে ওই একটি কাজে কিছুটা পথ চোখ বন্ধ করে পার হতে হবে যে। সিরাজুদ্দৌলা এটা অবশ্যই চোখে দেখে সহ্য করতো না জরুরী আইন করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা অবশ্যই নিত।
আমিও একসময় হাফ ফ্রেম চশমা ব্যবহার করতাম কয়েক বছর হলো ফুল ফ্রেম এ ট্রান্সফার করেছি। এবার দেখি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে হচ্ছে। ওমন ফ্রেম কি অর্ডার করেই ফেলবো কিনা।
টিনটিন বাবুকে সব সময়ের জন্য ফ্রেশ লেগেছে।