You are viewing a single comment's thread from:
RE: একগুচ্ছ অণুকবিতা "রাতের আকাশ মেঘলা ভীষণ"
মানুষ খুনের সাজা থাকলেও হৃদয় খুনের নেই ।
বিশ্বাসকে গলা টিপে হত্যা করলেও,
ভালোবাসাকে পায়ে দলে পিষে মারলেও
তার কোনো বিচার নাই ।
হৃদয়ের খুনের যে রক্তপাত, আমরা তা বাইরে থেকে না পারি অনুভব করত, আর না পারি রক্ত মাংসের চোখে দেখতে ।
শরীরে মরে একবার আর অন্তরে মরে শতবার । বিচার হীন মৃত্যু ।