আর ঠোঁটে চুম্বন কি জন্য করা হয় সেটা আর বললাম না, ওটা উহ্যই থাকুক ।
এদিকে দুষ্টু পোলাপান থাম্বনেইলেই হয়তো তার ভবিষৎ কে দেখে ফেলেছে ।
একবার মাসিক কিশোর আলো পত্রিকার এপ্রিল সংখ্যায় দেখেছিলাম ৩০ দিনে ৪৩টার মত পালনীয় দিবসের নাম দেওয়া আছে ।
আজ ভাবছি ২০০টি দেশে যদি তিনটা করে দিবস পালন করে তাহলেও গড়ে ২টি করে এই পৃথিবী বাসির দিবস পালন অব্যাহত থাকবে ।
তবে আজকের এই দিবস সম্পর্কে আমি ছিলাম সম্পুর্ন বে-খবর । ধন্যবাদ দাদা মজার ছলে নতুন কিছু জানার সুযোগ পেলাম ।