একবার হয়নি তো কি হয়েছে আপু পরবর্তীতে ঠিকই আপনি চেষ্টা করলে পারবেন। সবগুলো উপকরণ একসাথে মেশানোর কারণে আপনার পুডিং টি ভালোভাবে জমাট হয়নি। ডিম ভালো করে ফেটানোর পর অল্প অল্প করে চিনি দিতে হয়।এরপর দুইটা যখন এক সাথে মিশে যায় ভালোভাবে তখন জ্বাল দেওয়া দুধ মেশাতে হয়।তাহলে ভালো ভাবে পুডিং জমাট বাঁধে। যাই হোক আপু পরবর্তীতে অবশ্যই আপনি সফল হবে। ব্যর্থ হয়েও আপনি যে পোস্টটা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে তা ভালো লাগলো আপু।
ইনশাআল্লাহ আপু,, পরবর্তীতে চেষ্টা করব আপনাদের রেসিপি মত পুডিংটি তৈরি করার জন্য।