DIY-রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি


ei_1719853308784-removebg-preview.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।


IMG_20240701_110617_147.jpg
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240701_111011_812.jpg
Device-XANON-X20

IMG_20240701_111034_867.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন কাগজ নিব। এরপর সেদিকে মাঝ বরাবর মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-২

IMG_20240701_111408_073.jpg
Device-XANON-X20
IMG_20240701_111623_486.jpg
Device-XANON-X20


এরপর কাগজটির ভাঁজ খুলে লম্বা ভাবে দুইবার ভাঁজ করে নিব।


ধাপ-৩


IMG_20240701_111659_082.jpg

Device-XANON-X20

IMG_20240701_111818_845.jpg
Device-XANON-X20
IMG_20240701_112918_671.jpg
Device-XANON-X20


এরপর আবারো দুইবার লম্বা ভাঁজের উপর ভাঁজ দিয়ে নিব।এরপর পুরা ভাঁজ খুলে ছোট ছোট করে ভাঁজ করে নিব।


ধাপ-৪


IMG_20240701_113607_927.jpg
Device-XANON-X20

IMG_20240701_113648_317.jpg
Device-XANON-X20


একইভাবে আরেকটি কাগজ ভাঁজ করে নিব। এরপর কাগজ দুইটির ভাঁজ খুলে মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-৫

IMG_20240701_113707_471.jpg
Device-XANON-X20

IMG_20240701_114110_902.jpg
Device-XANON-X20


এরপর কাগজ দুইটিকে সুন্দরভাবে কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৬


IMG_20240701_115430_784.jpg
Device-XANON-X20


এরপর আরেকটি রঙ্গিন কাগজ লম্বা ও সরু ভাবে কেটে নিব।


ধাপ-৭

IMG_20240701_120846_196.jpg
Device-XANON-X20

IMG_20240701_121119_002.jpg
Device-XANON-X20


এরপর সেটি কে আঠার সাহায্যে দুই কাগজের মাঝে বসিয়ে প্রজাপতির মতো আকৃতি করে নিব। তাহলে আমার রঙিন কাগজ দিয়ে প্রজাপতি টি তৈরি সম্পূর্ণ হবে।


শেষ ধাপ


IMG_20240701_123055_345.jpg
Device-XANON-X20


এভাবে আরেকটি প্রজাপতি করে নিব।


উপস্থাপনা:


ei_1719853147047-removebg-preview.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন দুইটি প্রজাপতি তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা প্রজাপতি গুলো সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 4 days ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার রঙিন কাগজ দিয়ে প্রজাপতি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 4 days ago 

হাতের কাছে আপনার অনেক দক্ষতা রয়েছে তা আপনি শেয়ার করা এই পোস্ট দেখে বুঝতে পারলাম আপু। আপনি অনেক সুন্দর হবে রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতি তৈরি করেছেন। প্রবীর কাগজ দিয়ে এমন জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে সেটা দেখতে খুবই ভালো লাগে।

 3 days ago 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে প্রজাপতি গুলো তৈরি করতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ।

 4 days ago 

আপু আপনার প্রজাপতি গুলো অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই অরিগ্যামি পোস্ট টি করার জন্য।

 4 days ago 

আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে আপু। রঙ্গিন কাগজের প্রজাপতি দেখে খুব ভালো লাগলো। প্রজাপতি তৈরির ধাপসমূহ আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে আপু।

 4 days ago 

অনেক সুন্দর প্রজাপতি তৈরী করেছেন আপু। সত্যিই এইগুলো আমার কাছে অনেক ভালো লাগে , বিশেষ করে ঘরের মধ্যে সাজালে। ধন্যবাদ আপু এতো সুন্দর অরিগ্যামি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা প্রজাপতির অরিগ্যামি তৈরি করছেন। আপনার অরিগামি টি দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে প্রতি টা রঙিন কাগজের অরিগ্যামি দারুণ লাগে। প্রজাপতির অরিগ্যামি তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে কাগজ ভাঁজ দিয়ে প্রজাপতি তৈরি করলেন দেখতে খুবই সুন্দর হয়েছে। দুই কালারের দুইটি প্রজাপতি অসাধারণ হয়েছে। ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

ফড়িং এবং প্রজাপতি আমার পছন্দের প্রাণী। রঙিন কাগজ দিয়ে খুব সহজেই প্রজাপতি তৈরি করে দেখিয়েছেন। এধরনের কাজ গুলো করতে এবং দেখতে অনেক ভালো লাগে। আমিও সময় পেলে তৈরি করার চেষ্টা করি। আপনার কাজ দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

প্রজাপতি আপনার পছন্দের একটি প্রাণী জেনে খুবই ভালো লাগলো। প্রজাপতি আমারও ভীষণ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 days ago 

বেশ কয়েকদিন ধরে ভাবছি কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করবো। কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। তবে আপনি আজকে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি প্রজাপতি দেখে ভীষণ ভালো লেগেছে। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 days ago 

অনেক সুন্দর লাগে আমার কাছে এই ধরনের অরিগামি গুলো। নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করা। খুব সুন্দর করে দুইটা ভিন্ন কালারের প্রজাপতি তৈরি করলেন যেগুলো অনেক কিউট হয়েছে। আরো অনেকগুলো প্রজাপতি যদি এরকম ভাবে ছোট বড় করে তৈরি করে দেয়ালে লাগান, তাহলে অনেক ভালো লাগবে দেখতে। এমনিতেই এগুলো ভালো লাগতেছে। এভাবে চেষ্টা করে গেলে আরো অনেক কিছু তৈরি করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15