ট্রাভেল-আবারো সেই চেনা শহরে ভ্রমণ পর্ব-২||

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকোলে অনেক ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আবারো সেই চেনা শহরে ভ্রমণ পর্ব-২ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


আবারো সেই চেনা শহরে ভ্রমণ পর্ব-২


IMG_20240622_211223.jpg
Device-XANON-X20
Location


কিছুদিন আগে আমি পোষ্টের মাধ্যমে আবারো সেই চেনা শহরে ভ্রমণ নিয়ে একটি শেয়ার করেছিলাম। সেখানে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজও আবারও কিছু শেয়ার করতে যাচ্ছি। আমি আমার সেই চেনা শহরে প্রমাণ করার জন্য ছোট বোন অন্যকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। ভ্রমন করতে আসলে খুবই ভালো লাগে যদি হয় সেটি পরিচিত কোন জায়গা। এরপর আমরা বাসে উঠে রং দেই সেই শহরের উদ্দেশ্যে।


IMG_20240622_210927.jpg

Device-XANON-X20
Location


শহরে কতবার যে গিয়েছি তা খাতা-কলমে শেষ করা যাবে না। আমার খুবই পরিচিত একটি শহর।যাওয়ার পথে সেই শহরের রাস্তাঘাট গুলো দেখে খুবই ভালো লাগছিল। পরিচিত জায়গায় যখন যাই তখন রাস্তাঘাট গুলো দেখলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। সবগুলো রাস্তাঘাট যেন একই রকম রয়ে গেছে। রাস্তার পাশে অনেকগুলো গাছপালা ছিল। মাঝে মাঝে এখানে আমি বান্ধবীদের সাথে ঘুরতে আসতাম। সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল।


IMG_20240622_211004.jpg

Device-XANON-X20
Location


সেই রাস্তার পাশে গাছপালা গুলো আরো অনেক বড় হয়ে গিয়েছে। আমি যখন সেখানে আসতাম তখন গাছপালা গুলো অনেকটাই ছোট ছোট ছিল। যাওয়ার সময় দেখতে পেলাম বেশ কিছু লোকজন এখানে নিজেদের ঘর বানিয়ে রয়েছে। এরা একেক সময় একেক এলাকাতে বসবাস করে। এদের কোন স্থায়ী বাড়িঘর নেই। এসব দৃশ্য দেখছিলাম আর নিজের সেই বড়ই পরিচিত শহরে দিকে যাচ্ছিলাম।


IMG_20240622_211114.jpg

Device-XANON-X20
Location


এরপর আমরা ব্রিজের দুই পাশের থাকা নদীগুলো সৌন্দর্য উপভোগ করছিলাম। এই নদীর পাড়ে অনেক বার ঘুরতে এসেছিলাম।যখনই কোন বিশেষ দিন থাকতো তখনই আমরা এই নদীর পারে ঘুরতে আসতাম।এই নদীর পাশে বড় একটি মাঠ ছিল।মাঠের পাশে একটি রাস্তা ছিল ঠিক নদীর একটু উপরেই। সেখানে আমরা গিয়ে বসে থাকতাম। বসে থাকার জন্য বেশ কিছু ব্রেঞ্চ তৈরি করা হয়েছিল।ব্রেঞ্চ এর উপরে সকলেই বসে নদীর সৌন্দর্য উপভোগ করতো।


IMG_20240622_211134.jpg
Device-XANON-X20
Location


এভাবে নদীর সামনে বসে থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালই লাগে। যাওয়ার পথে এই নদীর অপরূপ সৌন্দর্য আরেকবার উপভোগ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লেগেছিল যখন আমি আবারও এই পথ ধরে যাচ্ছিলাম। আজ এই পর্যন্ত থাকলো।আবারো একদিন সেই চেনা শহরে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 13 days ago 

ঠিক বলেছেন আপু পরিচিত জায়গায় যেতে ভালোই লাগে। আমিও যখন আমার জন্মস্থানে যাই তখন খুব ভালো লাগে। সেই চিরচেনা জায়গা গুলো একই রকম রয়েছে গিয়েছে শুধু সময়ের সাথে সাথে একটু পরিবর্তন হয়ে গিয়েছে। যখন সেই জায়গায় আবারও যাওয়া হয় তখন পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। আপু আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি ভ্রমণ পোস্ট শেয়ার করার জন্য।

 12 days ago 

চেনা জায়গা যেতে বেশ ভালো লাগে।আপনার নিজের জন্ম স্থানে যেতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 13 days ago 

অতীতে কাটানো দিনগুলো কখনোই ভোলার মত নয় বরঞ্চ সেই অতীতের স্মৃতিগুলো বইয়ের পাতার মতো অতীতের অধ্যায়ে থেকে যায়। চিরে চেনা জায়গায় গুলো যেতে বরাবরই আমাদের সকলের ভালো লাগে সেই সাথে সেখানে গেলে অতীতের অনেক ধরনের স্মৃতি মনে পড়ে যায়। ঠিক তেমনি কিছু স্মৃতি আপনি আপনার পোষ্টের মধ্যে তুলে ধরেছেন এবং সেখানে যাওয়ার অভিজ্ঞতা উপস্থাপন করেছেন, আপনার জন্য শুভকামনা রইল।

 12 days ago 

হ্যাঁ আপু অতীতে কাটানো দিনগুলো ভোলার মত নয়। যখনই আমরা অতীতের কোনো জায়গায় যাই তখন অতীতের স্মৃতিগুলো চোখের সামনে স্বচ্ছ আয়নার মতো ভেসে ওঠে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 12 days ago 

আপু আপনি ঠিকই বলেছেন জায়গায় যেতে অনেক ভালো লাগে। আমি যখন গ্রামে যাই মনে এককথায় আমার জন্মস্থানে যাই তখন আমার অনেক ভালো লাগে। অতীতে কাটানো দিনগুলো কখনোই ভোলার মত নই।আমাদের পরিচিত জায়গাগুলো একই রকম রয়ে গেছে শুধু সময়ের পরিবর্তন হয়ে গেছে। আপু আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি ভ্রমন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15