আর্ট-জল রঙের একটি পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। জল রঙের একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি জল রঙের একটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি জল রঙের একটি পেইন্টিং করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা পেইন্টিং টি সবার কাছে ভালো লাগবে।


জল রঙের একটি পেইন্টিং:


ei_1719718208753-removebg-preview.png
Device-XANON-X20


কোন কিছু পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই সময় সুযোগ পাই তখনই মনের অজান্তে মনের তুলিতে ইচ্ছে মত পেইন্টিং করে থাকি। কারন পেইন্টিং করা আমার একটি শখ। যদিও আমি খুব ভালো একটা পেন্টিং করতে পারি না। তবে চেষ্টা করি সুন্দর ভাবে পেইন্টিং গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি পেইন্টিংটি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. জলরং।
২. তুলি।
৩. সাদা কাগজ।
৪. সাইন পেন।


IMG_20240620_152317_189.jpg
Device-XANON-X20


জল রঙের একটি পেইন্টিং করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240629_131626.jpg
Device-XANON-X20

IMG_20240629_131632.jpg
Device-XANON-X20


প্রথমে সাদা কাগজের উপরের অংশ কিছুটা সুন্দরভাবে রং করে চেষ্টা করব।


ধাপ-২


IMG_20240629_131758.jpg
Device-XANON-X20


এরপর আবারো সুন্দরভাবে রং তুলির সাহায্যে আরো কিছুটা অংশ রং করে নিব।


ধাপ-৩


IMG_20240629_131843.jpg
Device-XANON-X20


এরপর সূর্য এঁকে নিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব।


ধাপ-৪


IMG_20240629_131916.jpg
Device-XANON-X20

IMG_20240629_131941.jpg
Device-XANON-X20


এরপর রাস্তা সুন্দরভাবে এঁকে নিব।


ধাপ-৫


IMG_20240629_132018.jpg
Device-XANON-X20

IMG_20240629_132043.jpg
Device-XANON-X20


এরপর সুন্দরভাবে গাছ ও রাস্তার নিচের ঘাস গুলো এঁকে নিব।


ধাপ-৬


IMG_20240629_132123.jpg
Device-XANON-X20


এরপর সুন্দরভাবে ঘাসের উপরে ফুল এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20240629_132206.jpg

Device-XANON-X20

IMG_20240630_093507.jpg

Device-XANON-X20


পেইন্টিং টি সম্পূর্ণ হলে নিচে নিজের নাম লিখে দিব। তাহলে আমার পেইন্টিং টি উপস্থাপনের জন্য প্রস্তুত হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1719718396238-removebg-preview.png
Device-XANON-X20


জলরঙ দিয়ে করা পেইন্টিংটি প্রস্তুত হয়ে গেলে সকলের সামনে উপস্থাপনের জন্য প্রস্তুত করে নিব।এই ধরনের পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে এমন একটি পেইন্টিং তুলে ধরতে পেরে খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে পেইন্টিংটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আশা করি আমার করা পেইন্টিং টি সকলের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 5 days ago 

জল রং দিয়ে দারুন পেইন্টিং শেয়ার করেছেন আপু।কালার কম্বিনেশন এর সাথে পেইন্টিং পোস্টটি ফুটে উঠেছে দারুন।ভালো লাগলো পেইন্টিং টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 5 days ago 

জলরঙের পেইন্টিংগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সেই সাথে এই পেইন্টিং গুলো করতে ভালো লাগে। কিন্তু এই পেইন্টিংগুলো একটু ঝামেলার বটে। যাই হোক আপনার আজকের পেইন্টিং কিন্তু খুব চমৎকার হয়েছে। রাস্তাটিকে একেবারে সত্যিকারের রাস্তার মতো লাগছে। তাছাড়া ফুল এবং ঘাসের কারণে আরো বেশি ফুটে উঠেছে আর্টটি । ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার পেইন্টিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ঠিক বলেছেন আপু এই পেইন্টিং টি করা একটু ঝামেলার তবে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 days ago 

আজ আপনার জলরঙের পেইন্টিং দেখে আমিতো মুগ্ধ হয়ে গেলাম। জলরঙের পেইন্টিং করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। আসলে সময়ের কারণে আমি এখনো পেইন্টিং করতে পারিনি। তবে পরীক্ষা শেষ হলে আমিও চেষ্টা করব আপনাদের মত সুন্দর করে পেইন্টিং করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 4 days ago 

পরীক্ষা শেষ হলে আপনিও পেইন্টিং করার চেষ্টা করবেন জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 5 days ago 

জল রঙের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে তাই মুগ্ধ হলাম ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 days ago 

আপু আপনি জল রং দিয়ে অনেক সুন্দর একটি পেইন্টিং করে আপনার প্রতিভাকে আরো প্রকাশিত করলেন। আপনার পেইন্টিং টা দেখতে অনেক সুন্দর হয়েছে। জলরংয়ের পেইন্টিং করতে আমারও অনেক ভালো লাগে কিন্তুু সময়ের স্বল্পতা এবং জায়গার স্বল্পতার জন্য আর পেইন্টিং করতে পারিনা। যাইহোক জলরংয়ের পেইন্টিং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 days ago 

জল রং দিয়ে যে কোন ধরনের দৃশ্যের পেইন্টিং করলে সেই দৃশ্য টি অনেক টা ফুটে ওঠে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে জল রঙের একটি সুন্দর দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে পেইন্টিং টি সম্পন্ন করেছেন।

 5 days ago 

জল রঙের একটি পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি জলরং দিয়ে খুবই সুন্দর ভাবে পেইন্টিংটি করেছেন। পেইন্টিংটির মাধ্যমে সুন্দর যেন ফুটিয়ে তুলেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো।

 5 days ago 

জল রং ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি পেইন্টিং করেছেন। অনেক ভালো লাগছে দেখতে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 days ago 

জল রং দিয়ে অসাধারণ পেইন্টিং করেছেন আপু। আকাশের কালার কম্বিনেশন টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রাস্তার পাশের ফুলগুলোও দারুন লাগছে দেখতে। দারুন একটা পেইন্টিং করেছেন সব মিলিয়ে। ধন্যবাদ আপু এত চমৎকার পেইন্টিং শেয়ার করার জন্য।

 5 days ago 

জল রং দিয়ে চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর ছোট ছোট ঘাসফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আপনার তুলে ধরা আলোক চিত্রটি একদম সত্যিকারের মনে হচ্ছে। খুবই ভালো লাগলো আপু ।এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14