জেনারেল রাইটিং-কিছু মানুষের থেকে তিক্ত অভিজ্ঞতা।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি কিছু মানুষের থেকে তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
কিছু মানুষের থেকে তিক্ত অভিজ্ঞতা:
Source
আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে খুবই বড় ভাবে। নিজেদের মত করে সবকিছু করতে চায়।নিজের ইচ্ছে মত সকল জিনিস কে হাতের মুঠোই করে রাখতে চায়।তাদের মধ্যে মনুষত্ব বোধ বলতে কিছুই থাকে না। এমন লোক সমাজে এখনো অহরহ দেখা যায়। শুধু নিজের ভালো মন্দ টা বুঝে। অন্যের ভালো-মন্দ বোঝার ক্ষমতা তাদের এখনও হয়ে ওঠেনি।
নিজের ভালোতে অন্যের যে ক্ষতিও হতে পারে কিংবা সমস্যা হতে পারে সেই বোধটুকু তাদের মধ্যে নেই।শুধু নিজের সুবিধা গুলোই বুঝতে শিখেছে। শুধু নিজের স্বার্থ খুঁজে বেড়ায়।বাবার বাসা থেকে ঢাকায় আসার পথে এমনই একজন মানুষ দেখেছিলাম যে শুধু নিজের স্বার্থ হাসিল করতে চাচ্ছিলেন। লোকটি সামনের সীটে বসে একদম পুরো সীট টিকে পিছনের দিকে হেলিয়ে দিয়েছিল। কিন্তু পিছনের মানুষগুলো সেখানে বসতে পারছে কিনা সেগুলোর দিকে তার কোন খেয়াল ছিল না।
সীট টিকে এমন ভাবে হেলিয়ে দিয়েছিল যেন এটি তার বাসার বিছানা ছিল। বিছানার মত করে সে একদম সোজা হয়ে শুয়ে পড়েছিল। সাথে তার ওয়াইফ ও ছিল কিন্তু পিছনে লোক গুলো যখন সেগুলো নিয়ে তাদেরকে বলছিল যে একটু উঠিয়ে বসতে।কিন্তু তিনি না উঠিয়ে আরো হেলিয়ে দেন। পিছনে থাকা লোকটির শরীরের সাথে একদম লাগিয়ে দিয়েছিল। পিছনের লোকটি কয়েকবার ভালো করে বলেছিলেন একটু সোজা করে নিতে। কিন্তু তিনি আরো তর্ক করছিল আর বলছিলেন যদি আমি উঠিয়ে নেই তাহলে কিভাবে এতটা পথ যাব।
এতটা পথ বসে বসে যাওয়া তার সম্ভব নয়। কিন্তু তাকে একদম বসে থেকে যেতে বলা হয়নি। তাকে বলা হয়েছিল শুধু একটু যেন তার সীট টি উঠিয়ে নেওয়া হয়। কিন্তু পিছনের লোকটি একদমই বসতে পারছিলেন না তার হাটু দুটো একদম সিটের সাথে লেগে গিয়েছিল। লোকটি একটাবার চিন্তাও করেনি আমি শুয়ে থেকে যেতে চাচ্ছি আর লোকটি যে বসতেই পারছেনা তাহলে এতটা পথ কিভাবে যাবেন।এরপর সুপারভাইজারকে ডাকা হলে তিনি উল্টো সামনের লোকটির সাপোর্ট করছিলেন। আরো উল্টো বলছিলেন নিজেদেরই তো লোক একটু ম্যানেজ করে বসলেই তো হয়। আপনি একটু কষ্ট করে বসুন।আসলে কিছু কিছু মানুষ ক্ষমতার জোরে সবকিছু হাসিল করে নেয়।পরবর্তীতে সকলে মিলে লোকটিকে বলার পর লোকটি ঠিকভাবে বসে ছিল। সমাজে এমন কিছু মানুষের কার্যকলাপ দেখলে সত্যিই ভীষণ খারাপ লাগে। মানুষকে নিজেদের হাতের পুতুল ভাবে তারা।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
আমার কাছে তো এখন মানুষ কে বিষাক্ত প্রাণী মনে হয়। মনে হয় এর চেয়ে সুন্দর বনের পশুপাখিদের সাথে বসবাস করলে বেশ সম্মান পাওয়া যেত। কিন্তু তা তো আর সম্ভব নয়। আর আপনি যে বাসের ঘটনা বললেন এটা তো মামলী বিষয়। এখন সবাই কেবল অন্যায়ের সার্পোট করে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মানুষের কাছ থেকে তিক্ত অভিজ্ঞতা পেয়ে পেয়েই বড় হওয়া আমাদের।মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আজকাল উঠে গেছে।মানুষ ক্ষমতার দাপট নিয়ে অনেক কিছুই করে থাকে।যা একদমই উচিত নয়।ধন্যবাদ আপু চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।