আর্ট-সিম্পল মেহেদী ডিজাইন||

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। সিম্পল মেহেদী ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি সিম্পল মেহেদী ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি সিম্পল মেহেদী ডিজাইন করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা সিম্পল মেহেদী ডিজাইন সবার কাছে ভালো লাগবে।


সিম্পল মেহেদী ডিজাইন:


ei_1719149361233-removebg-preview.png
Device-XANON-X20


ঈদের আগের দিন বিকাল বেলায় আমার একটি বোন বায়না ধরে মেহেদী দেওয়ার জন্য।আমি তেমন একটা মেহেদী ডিজাইন করতে পারি না।তবে আমি চেষ্টা করেছি সিম্পলের মধ্যে একটি মেহেদী ডিজাইন করে দেওয়ার জন্য।আর সেই সিম্পল মেহেদী ডিজাইন টি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে সিম্পল মেহেদী ডিজাইন টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. মেহেদী।
২. হাত।


ei_1719148216177-removebg-preview.png
Device-XANON-X20

ei_1719148332669-removebg-preview.png
Device-XANON-X20


সিম্পল মেহেদী ডিজাইন করার ধাপ সমূহ:


ধাপ-১


ei_1719148380772-removebg-preview.png
Device-XANON-X20


প্রথমে ছোট বোনের ফাঁকা হাতটিকে রাঙিয়ে দিতে ছোট করে গোল করে করে নিয়েছি।


ধাপ-২


ei_1719148506802-removebg-preview.png
Device-XANON-X20


এরপর আবারো গুলের উপরে গোল করে ডিজাইন করে নিয়েছি।


ধাপ-৩


ei_1719148557580-removebg-preview.png
Device-XANON-X20


এইভাবে আরেকটু গোলের মধ্যে ডিজাইন করে নিয়েছি।


ধাপ-৪


ei_1719148597518-removebg-preview.png
Device-XANON-X20


এইভাবে গোলের উপরে ফুল এঁকে ডিজাইন করে নিয়েছি।


ধাপ-৫


ei_1719148649449-removebg-preview.png
Device-XANON-X20

ei_1719148702091-removebg-preview.png
Device-XANON-X20


এরপর ফুলের মধ্যে পাতা মত করে ডিজাইন করে নিয়েছি।


ধাপ-৬


ei_1719148762158-removebg-preview.png
Device-XANON-X20


এরপর আঙুলের অংশ সুন্দর ভাবে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ


ei_1719148794805-removebg-preview.png
Device-XANON-X20
Device-XANON-X20


এইভাবে পুরো ডিজাইন টা সম্পূর্ণ করে নিয়েছি।


উপস্থাপনা:

ei_1719148875879-removebg-preview.png
Device-XANON-X20


এরপর ডিজাইনটি সম্পূর্ণ হলে উপস্থাপনের জন্য প্রস্তুত করে নিয়েছি।যদিও আমিও খুব একটা ভালো মেহেদী ডিজাইন করতে পারি না তবে এই ডিজাইনটি করতে আমার বেশ ভালই লেগেছিল।আপনাদের সাথে ডিজাইন টি শেয়ার করে পেরে খুবই ভালো লাগছে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 12 days ago 

আপু আপনার বোনের হাতে চমৎকার ভাবে মেহেদি ডিজাইন করেছেন দেখে ভালো লাগলো। ঈদের সময় সবাই মেহেদী পড়তে পছন্দ করে। আর আপনার শেয়ার করা মেহেদী ডিজাইনটি চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 12 days ago 

সিম্পল মেহেদি ডিজাইন করেছেন দেখতে ভীষণ ভালো লাগতেছে। মেহেদি ডিজাইন গুলা অনেক সুন্দর। এই কাজগুলো মেয়েরা করতে একটু বেশি ভালোবাসি। মেয়েরা এক্সপার্ট মেহেদী দিতে, প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 11 days ago 

ঠিক বলেছেন ভাইয়া মেয়েরা যদিও মেহেদী দিতে এক্সপার্ট থাকে। কিন্তু আমি তেমন এক্সপার্ট না তবে চেষ্টা করেছি মেহেদী ডিজাইন টি সুন্দরভাবে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 12 days ago 

মেয়েদের মেহেদির প্রতি একটু আলাদায় ভালোবাসা থাকে। সিম্পল মেহেদি ডিজাইন অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

হ্যাঁ আপু মেয়েরা মেহেদীর হাতে পড়তে খুবই ভালোবাসে।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 12 days ago 

আপু আপনি অনেক সুন্দরভাবে সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট করছেন। আমার কাছে মনে হয় মেহেদির ডিজাইন যত সিম্পল হবে ততই দেখতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে মেহেদী আর্ট করেন আপু। ধন্যবাদ আপু।

 12 days ago 

এটা আমার আসলে অনেক ভালো লেগেছে। "সিম্পলের মধ্যে গর্জিয়াস" যাতে বলে। অনেক সহজে বেশ সুন্দর একটা ডিজাইন করে দেখিয়েছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

আপু আপনি অনেক সুন্দরভাবে সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। অনেক সুন্দর লাগছে আপনার ছোট বোনের হাতে মেহেদি ডিজাইনটি। আপনি অনেক সুন্দর ভাবে মেহেদি আর্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

মেহদি ডিজাইন গুলো দেখতে অনেক সুন্দর লাগে। সিম্পল মধ্যে বেশ সুন্দর করে একটি মেহেদি ডিজাইন তুলে ধরেছেন। দেখে ভালো লাগলো। এধরনের কাজ গুলো অনেক কষ্টকর। আপনার পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

সিম্পল মেহেদী ডিজাইন গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।কারণ ঘিচিমিচি হয়না ছাকা ছাকা দেখতেক অনেক চমৎকার লাগে।সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 12 days ago 

বেশ সুন্দর হয়েছে আপনার আঁকা মেহেদির ডিজাইনটি।বেশ ভালো লাগছে আপনার ছোট বোনের হাতে ডিজাইনটি।বেশ সুন্দর করে ডিজাইনটি ধাপে ধাপে শেয়ার করেছেন।ধন্যবাদ আপু ডিজাইনটি শেয়ার করার জন্য।

 11 days ago 

আমার করা ডিজাইন টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 12 days ago 

আপু ঈদের আগের দিন আপনার বোনের হাতে খুব সুন্দর ভাবে মেহেদি দিয়েছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন করেছেন। আপনি তো খুব ভালো মেহেদি পড়াতে পারেন। মেহেদি দেওয়ার সাথে সাথে ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14