বরফের রাজ্য সিকিম ভ্রমণ। আমার বাংলা ব্লগ কমিউনিটি।

বরফের রাজ্য সিকিম ভ্রমণ।

IMG-20240221-WA0019.jpg

কেমন আছেন বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। ইন্ডিয়ার বরফেররা জোস সিকিম
ভ্রমণের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।

IMG-20240221-WA0069.jpg

IMG-20240221-WA0071.jpg

IMG-20240221-WA0072.jpg

IMG-20240221-WA0080.jpg

IMG-20240221-WA0041.jpg

IMG-20240221-WA0028.jpg

IMG-20240221-WA0017.jpg

আমি একজন ভ্রমণ পিপাসী মানুষ ভ্রমণ আমার নেশা। একদিন আমরা কয়েক বন্ধু মিলে প্লান করলাম বরফের রাজ্য সিকিম ভ্রমণের।যে কথা সেই কাজ সবাই মিলে ভিসা করতে দিলাম l
আমরা বাংলাদেশে বুড়িমারী বর্ডার ব্যবহার করি। ইমিগ্রেশন শেষ করে ওখান থেকে ট্যাক্সি নিয়ে শিলিগুড়ি যাই। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। বাড়াও খুব বেশি না ৩০০-৩৫০ রুপি। রাতে হোটেলে থাকলাম এর মধ্যে সাঙ্গু লেকে যাওয়ার প্লান করে ফেললাম। এখানে হোটেল ভাড়া খুবই কম। রাতে সবাই একসাথে বরফের রাজ্যে যাব সে কি মজা। সবার জন্য একটা কথা বলে রাখি আপনারা গাড়ি যদি কেউ ঠিক করেন ভাড়া। হোটেল ম্যানেজারের মাধ্যমে করলে সেফটি ভালো থাকে। পরের দিন সকালে খুব এক্সাইটিং। আমরা আমাদের গাইডের জন্য অপেক্ষা করছিলাম ও হ্যাঁ একটা কথা বলা হয়নি সিকিমের যেখানেই যান শহর থেকে দূরে। একজন গাইড লাগবে যদিও এর জন্য আপনাকে পে করতে হবে। গাইডের আমাদের মত এত তাড়া নাই তাই সে একটু লেটে আসে।
তো বন্ধুদের সাথে এভাবেই তিনদিন ঘোরাঘুরির করলাম।
আসলে আমাদের বাংলাদেশীদের বরফ দেখার ইচ্ছে অনেক বেশি। তাই কম খরচে সিকিম ভ্রমণ খুবই ভালো একটা অভিজ্ঞতা হবে। বরফের অনুভূতি একটা অন্যরকম অনুভূতি। বিশ্বাস করে যখন তুষারপাত হয় তখন বিশ্বাস করে যখন তুষারপাত হয় তখন খুবই ভালো লাগে। সিকিম রাজ্যটা স্বপ্নের মত এক গোছালো শহর উচু টিলা একপাশ থেকে আরেক পাশে যেন বরফের পাহাড় জমে আছে। আর রাস্তা গুলো দূর থেকে মনে হয় এক বিশাল বড় সাপ। আর খাবারের কথা কি বলবো কয়েকটা হোটেল আছে অসাধারণ রান্না বিরানির কথা তো বলবোই না। ওখানকার মানুষগুলো খুবই হেল্পফুলে। পুরা গ্যাংটক দেখতে সবাই খুবই সাহায্য করে। আসলে আমরা দেশরাই শুধু একটু হিংসুটে বাইরের দেশের সবাই অনেক ভালো মনের মানুষ সবাই সবাইকে সাহায্য করতে চাই কিন্তু আমরা অপশন পেলেও ক্ষতি করার চেষ্টা করি। যাবত বন্ধুদের সাথে অনেক ঘুরাঘুরি করলাম, গড়াগড়ি করার পর সবাই বাসায় ফেরত আসার সিদ্ধান্ত নিলাম। যাই হোক বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার মজাটাই আলাদা আপনারা হয়তো অনেকেই ঘুরতে পছন্দ করেন আপনারাও জানেন যে ঘোরাঘুরি করতে কতটা ভালো লাগে। তো আমি যখনই সময় পাই কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশের প্রায় প্রতিটি নিদর্শনীয় জায়গা উন্নতি আমার ঘরা সম্পন্ন হয়েছে। এদিকে কলকাতাতেও কয়েকটা জায়গাতে গেছি এর মধ্যেও সিকিম এটা অনেক সুন্দর লাগছে। এখন ভাবছি হয়তো শীঘ্রই আবার কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি, খুব শীঘ্রই হয়তো বন্ধুদের সাথে কাশ্মীরে ঘুরতে যেতে পারি।
তো আজকের মত এখানেই আমি আমার পোস্টটি শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আর এখানে আমি নতুন তাই তেমন কিছু জানি না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমি আশা করি আপনারা আপনাদের সাথে কাজ করার অনুমতি দিবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের সাথে ভালোভাবে কাজ করার।

সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57616.20
ETH 3030.92
USDT 1.00
SBD 2.25