আমার বাংলা ব্লগ - দেখতে দেখতে জীবন থেকে চলে গেল ১০টি বছর

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আর সব সময় ভালো ও সুস্থ থাকুন এই দোয়া ও কামনা করি আমি মামুন সব সময়।

IMG_20240603_230336.jpg

ছোট্ট একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে, এই পোস্টে আমি শেয়ার করতে চলেছি আমার জীবনের একটি অবিচ্ছন্ন ঘটনা সম্পর্কে। কথায় আছে না সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আসলেই এটা বাস্তব, এটা সত্যি। দেখতে দেখতে জীবন থেকে চলে গেল দশটি বছর। কেন বলছি?

অনেকেই জানেন আমি একজন প্রবাসী শ্রমিক, এই প্রবাস জীবনে অনেক কিছুই দেখেছি অনেক কিছুই শিখেছি। দেখেছি কত মানুষের আহাজারি দেখেছি কত মানুষের কান্না। আর এই সবকিছুর মধ্য দিয়েই আমাদের এই জীবন সংসার বয়ে চলেছে বছরের পর বছর যুগের পর যুগ।

এইতো মনে হচ্ছে সেই দিন আমি বাড়ি থেকে আসলাম। কিন্তু হিসাব লাগিয়ে দেখলাম সেই দিন আর আজকের এই দিন মিলিয়ে প্রায় ১০ বছরের ব্যবধান। মানে দশ বছর কাটিয়ে দিলাম এই প্রবাস জীবনে। এই প্রবাসেই কেটে গেল ১০-১০ টি বছর, জীবনে যে সময়টিতে আনন্দ উল্লাসে মেতে থাকার কথা সেই সময়টা কেটে গেল এই প্রবাসেই।

পরিবার নিয়ে ঢাকা হল না, পরিবারের সাথে সময় কাটানো হলো না। দুই দুটি সন্তানের পিতা বর্তমানে কিন্তু একটি সন্তানের সাথেও ভালোভাবে সময় কাটাতে পারলাম না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। আমার মত হতভাগা বাবা কয়জনে হয়, দোয়া করি যেন এমনটা কারো সাথে না হয়।

একটা কথা কি জানেন দুবেলা দুমুঠো নন ভাত দিয়ে খেলেই তাতে অনেক শান্তি আছে যদি পুরো পরিবার আপনার সাথে থাকে। আর দূরে থেকে আপনি যদি প্রতিদিন মাছ-মাংস দিয়েও খান তাতেও শান্তি নেই।

তেমনটাই ঠিক আমার অবস্থা জীবনের এই সময়টা কিভাবে যে বয়ে চলেছে ভাবতে গেলেই যেন অবাক হয়ে যায়। কোথায় গেল বন্ধুবান্ধব কোথায় গেল আত্মীয়-স্বজন কারোর কোন দেখা-সাক্ষাৎ নেই কারণ কোন খোঁজ নেই। কি আর করার প্রবাস জীবন মানেই এমন একাকীত্ব থাকাটাই, এ জীবনের মত কষ্টের জীবন আর অন্য কোন জীবনে আছে কিনা আমার মনে হয় না।

দোয়া করি সব সময় উপরওয়ালা যেন ভালোভাবে ফিরিয়ে নিয়ে যায় আমার সেই দেশের মাটিতে আমার সেই পরিবারের কাছে। জানিনা কবে নিয়ে যাবে তবে ইচ্ছে আছে আর বছর দুয়েক থাকার। কোন মতে এই দুটি বছর কাটাতে পারলে মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। কিন্তু সত্যি কথা বলতে আসলে হয়ে ওঠে না যখন পরিবারের পুরো দায়িত্ব একটিমাত্র মানুষের কাঁধে এসে পড়ে তার দায়িত্ব অনেক বেশি বেড়ে যায় যার জন্য আসলে যেমনটা মনে করি তেমনটা হয় না।

IMG_20240603_230330.jpg

দেখুন না যখন ভাবি মনে হয় এখন আমি একটু সুস্থিত থাকতে পারবো তখনই এমন কোন অঘটন ঘটে যায় এমন কোন সমস্যা এসে যায় যে সমস্যা থেকে বেরোতে বেরোতে আরো সময় চলে যায়। এভাবেই বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন চলে যাচ্ছে এই প্রবাস জীবনে। দেখি কি হয় শেষ অব্দি।

যাক বন্ধুরা জীবনের কাঁটাটা এভাবেই চলতে থাকবে, সেটি আমরা সবাই জানি তারপরও ইচ্ছে তো সবারই থাকে একটু শান্তিতে থাকার তাই না। দেখা যাক সামনে কি হয় সবাই দোয়া করবেন আমি যেন ভালভাবে আবার আমার দেশের মাটিতে ফিরে যেতে পারি। সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

প্রবাস জীবনের কোন অভিজ্ঞতা নেই তবুও কিভাবে যে মানুষ প্রবাস জীবনে এভাবে পাঁচ বছর 10 বছর 15 বছর কাটিয়ে দেয় এই বিষয়ে আমিও অনেক ভাবি । যাইহোক আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো খুব ইউনিক এবং সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67