আমার বাংলা ব্লগ:- কবিতা তোমার জন্য
জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে ভালোবাসার অমল স্পর্শ। বাবা-মেয়ের এই সম্পর্ক এক অবিচ্ছেদ্য বন্ধন যেখানে ভালোবাসা হলো ছায়া, আর স্নেহ হলো পথের আলো। এই সম্পর্কের গভীরতা বোঝানো যায় না কোনো শব্দে, শুধু হৃদয়ের অনুভূতিতে ধরা পড়ে। আজ এই বিশেষ মুহূর্তটি সেই মায়াময় ভালোবাসার প্রতিচ্ছবি।
তোমার জন্য
জীবনে আনে নব আশা চমক।
তোমার মিষ্টি ডাকে উঠে,
বাবার প্রাণে আনন্দ লুটে।
তোমার সাথে কাটে দিন,
জীবন যেন সুন্দর চিন।
তুমি সুধা, তুমি ফুল,
তোমার হাসি দুঃখ ভুল।
তোমার হাতে স্বপ্ন আঁকা,
তুমি যেন সুখের তীর্থ ভাঁকা।
তোমার মুখের মধুর ভাষা,
জগৎ ভরে ভালোবাসা।
তুমি আকাশ, তুমি বাতাস,
তুমি আলোর সুবাস।
তুমি জীবনের আশা,
তোমায় ঘিরে হৃদয় বাসা।
তোমার জন্যই বাঁচতে শিখি,
তোমার জন্য হৃদয় লিখি।
তুমি হলে স্নেহের জানি,
তোমায় ঘিরে বাঁচার গান।
জীবনের সবচেয়ে বড় উপহার হলো সম্পর্ক। বাবা-মেয়ের সম্পর্ক সেই বন্ধন, যা সময়ের সঙ্গে আরও মজবুত হয়। এই ভালোবাসা আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। এই বিশেষ মুহূর্তগুলো আমাদের জীবনের আলোকবর্তিকা হয়ে থাকে। তোমার মতো মেয়ে পেয়ে, বাবা হিসেবে আমি যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ।
https://x.com/md_mamun123456/status/1877804999125999651
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।
আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার কবিতার লেখা গুলা পড়ে মন জুড়িয়ে গেল। সহজ সাবলীল ভাবে কবিতাটি লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই
দারুন লিখার চেষ্টা করেছেন আপনি। অনেক ভালো লাগলো আপনার কবিতা লেখা দেখে। এভাবেই যদি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারা যায় তাহলে অবশ্যই সুন্দর এক দক্ষতার মাঝে চলে যাওয়া যাবে। আপনার মধ্যে যথেষ্ট কবি প্রতিভা রয়েছে। দোয়া করব, এভাবেই চালিয়ে যান দক্ষতার সাথে।