$PUSS এর জন্য ব্যানার বানানোর অনুভূতি || Original Post by @maksudakawsar||
কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি ব্যস্ত জীবনে ব্যস্ত সময় কে নিয়ে চলে যাচেছ দিন আর রাত গুলো। বুঝলাম না কেমন করে যে এমন ব্যস্ত হয়ে গেল জীবনের সময়গুলো, কখন যে সূর্য উঠে আর ডুবে তার কিছুই আজকাল বুঝতে পারি না। আরে ভাই বুঝবো কেমন করে? আমার চোখে তো আবার রঙিন চশমা পড়া আছে। তাই সেই চশমার ফাঁক দিয়ে দিনের আলো আর রাতের অন্ধকার কিছুই দেখা যায় না। তবুও আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি জবনের তাগিদে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই। জীবনের কিছু ভুল আছে যে গুলো কেবল বুকের ভিতর যন্ত্রণার তৈরি করে। আর আমার মনে হয় আমার জীবনে ভুলের সংখ্যাটাই বেশী। এই যেমন আরও একটি ভুল হয়ে গেল । ভুল হয়ে গেল প্রিয় $PUSS কে বেশী করে না কিনে রাখা। আজ যখন দেখলাম $PUSS এর দাম আকাশ ছোঁয়া তখন থেকেই শুধু বুকের মধ্যে একটু একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আমার মত করে আপনাদেরও কি বুকের মধ্যে একটু একটু করে কষ্ট হচ্ছে? জানি আমার মত সবারই হচেছ। তবে একটু খুশির ব্যাপার হলো কম হলেও কিছু $PUSS আমি ঘরে তুলতে পেরেছি। দিনের পর দিন বেড়েই চলেছে $PUSS এর কদর। $PUSS এখন শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নয়। বরং অন্য কমিউনিটিগুলোর জন্য স্বপ্ন। স্টিমিট প্লাটফর্মের অনেকেই এখন $PUSS কে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। কারন $PUSS তো তার রূপ প্রথম ধাক্কাতেই সবাইকে বুঝিয়ে দিয়েছে।$PUSS বুঝিয়ে দিয়েছে সে হলো আমাদের স্বপ্নের বাস্তবতার রূপ।$PUSS হলো আমাদের সুন্দর ভবিষৎ। আর $PUSS হলো নতুন স্বপ্নের সিঁড়ি। আমার মনে হয়ে আমাদের মধ্যে যারা প্রথম দিকে $PUSS কিনতে পারেননি তারা অনেককেই $PUSS নিয়ে আফসোস করছে।আফসোস করছে নিজের বোকামীর জন্যও। কারন $PUSS এর এখনকার অবস্থা দেখে সত্যি কিন্ত সবাই হতবাক। আর নির্বাকও বটে।
Canva দিয়ে তৈরি
ধাপ-১
প্রথমে ক্যানভায় যেয়ে একটি শূণ্য ক্যানভাস নিলাম।
ধাপ-২
এবার Pixabay হতে একটি মনের মতো ক্যানভাস নিলাম।
ধাপ-৩
এবার ব্যানারের ভিতরে দুটো পুষ এর লগো দিয়ে দিলাম।
ধাপ-৪
এবার ব্যানারের উপরে একটি পুষ লেখা লগো দিয়ে দিলাম
ধাপ-৫
এবার ব্যানারের ভিতরে কিছু প্রমোশনাল কথা লিখে দিলাম।
শেষ-ধাপ
এবার ব্যানারটির তৈরি কার তার নাম লিখে দিয়ে শেষ করে দিলাম আমার ব্যানার তৈরি।
উপস্থাপনা
উপস্থাপনা
আজ এই মূহূর্তে একটিই কথা আমি বলবো যে আমরা চাইলেও আমাদের সব মনের ইচ্ছে পূরন হয় না। কিছু না কিছু অপূর্ণতা আমাদের মাঝেই থেকে যায়। তবুও চেষ্টা করলাম আপনাদের জন্য নতুন কিছু করার। বাকীটা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ্।
শেষ কথা
শেষ কথা
সব সময়েই চাই আপনাদের জন্য নতুন এবং ভিন্ন রকমের কিছু পোস্ট তৈরি করে উপহার দিতে। তবে সময় আর সুযোগ দুটোই বড় কঠিন বিষয়। তবুও আজও চেষ্টা করলাম নিজের কিছুটা ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে শেয়ার করতে। আপনাদের ভালো লাগাই কিন্তুু আমার স্বার্থকতা।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
Puss নিয়ে খুব সুন্দর একটা ব্যানার তৈরি করেছেন আপু। সেই সাথে আপনার সুন্দর অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ব্যানার টা দারুণ লাগছে দেখতে। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
Puss আমাদের সকলের প্রিয়। আর আপনি এত সুন্দর করে ব্যানার তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর অনেক সময় নিয়ে কাজটি করেছেন বোঝাই যাচ্ছে। অসাধারণ হয়েছে আপু।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু দারুন একটি ব্যানার তৈরি করেছেন আপনি। আপনার আজকের ব্যানার দেখে কিন্তু সত্যি বেশ ভালো লাগলো। আশা করি এমন করে প্রিয় পুষ নিয়ে সামনে আরও কিছু ব্যানার আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।