Superwalk Activities - গত এক সপ্তাহে আমার সুপার ওয়াক একটিভিটিস

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে যেমনই থাকি না কেন সব পরিস্থিতিতেই বলতে হয় বেশ আছি। কারন আমরা যতই নিজেদের কে খারাপ ভাববো চারদিকের খারাপ অপশক্তিগুলোই আমাদের কে গ্রাস করে নিবে। তাই আমরা যে যেমন অবস্থায় থাকি না কেন সব সময়ই বলবো বেশ আছি আলহামদুলিল্লাহ্। আমি আজ আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি। আজ আমি চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু শীতকালীন প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

image.png

আমরা মানুষ। আর মানুষ হিসাবে আমরা সবাই চাই আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠুক। আর এই সুন্দর থাকার জন্য আমাদের কে অবশ্যই বেশ পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেই আমরা জীবনে খুঁজে পাবো সুখ আর শান্তি। তাই তো আর সবার মত করেই আমি আমার জীবন কে সুন্দর করার জন্য প্রতি নিয়ক চেষ্টা করে যাচ্ছি। আর এই পরিশ্রম কে আরও স্বাচ্ছন্দময় করে তুলতে আমাদের কে সহায়তা করছে আমাদের প্রিয় কমিউটি। আর এই প্রিয় কমিউনিটির নতুন একটি সংযোজন হলো সুপার ওয়াক।

image.png


image.png

বেশ কিছুদিন যাবৎ সুপার ওয়াকে হাটা শুরু করেছি। অ্যাপসটি ডাউনলোড করার আগে বুঝতে পারিনি ইয়ে সুপার ওয়াকে এত মজা। যখন থেকে হাঁটতে শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম যে বেশ মজা। যাইহোক আজ আমি আপনাদের মাঝে গত সপ্তাহে আমার হাটার একটিভিটিস শেয়ার করব।

image.png

image.png

আপনারা লক্ষ্য করছেন যে, আমি অনেক হেঁটেছি। ডেট আমার অফিস থেকে বাসা বহু দূর তাই প্রতিদিন আমি অনেক হাঁটতে পারি। এজন্য প্রতিদিন আমার হাঁটার গতিবৃদ্ধি পাচ্ছে। এবং আমার কয়েনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে বেশ ভালই লাগে।

image.png

image.png

image.png

দিনের পর দিন একটু একটু করে হেঁটে এ পর্যন্ত আমি আমার ঝুড়িতে ১০ হাজার ৬১০ টি কয়েন তুলতে পেরেছি। আর অন্যন কয়েন তো বেড়েই চলছে। আশা করি এভাবেই ধীরে ধীরে আমি অনেক দূর এগিয়ে যাব। বাকি রইল আপনাদের এখনও এবং উদ্দীপনা। আশা করি আগামীতে আমি আমার অ্যাক্টিভিটিস আরো বেশি করে বজায় রাখতে পারব।

জানিনা আমার আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনটাঙ্গাইল, বাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 4 days ago 

গত এক সপ্তাহের কার্যক্রম আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এক সপ্তাহের এক্টিভিটিজ দেখে। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং এই থেকে বুঝতে পারলাম অনেক হাঁটাহাঁটি করেছেন আপনি।

 3 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 
 4 days ago 

image.png

 2 days ago 

হ্যাঁ আপু পরিশ্রম করলে আমরা সুখ শান্তিতে থাকতে পারবো। আপনার সুপার ওয়াক পোস্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সত্যি আপনার হাঁটাহাঁটি এরএকটিভিটিস যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। সত্যি আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক হাঁটাহাঁটি করেন। ধন্যবাদ খুব সুন্দর করে সুপার ওয়াক পোস্ট আমাদের মাঝে শেয়ার।

 yesterday 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.040
BTC 95121.21
ETH 3287.48
SBD 6.82