ক্লে দিয়ে সোফা তৈরির ডাই পোস্ট

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? বেশ ভালো তাই না? জি আমিও আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো।তবে আজকাল যেন আমাদের জীবন থেকেই শান্তি উঠে গেছে। উঠে গেছে। তবুও আমরা বেচেঁ আছি কারন আমাদের কে বেচেঁ থাকতে হবে। বেচেঁ আছি আমাদের জীবনের তাগিদে, পরিবারের তাগিদে। আর মায়া মমতা ও ভালোবাসায়।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। জীবন যেমনই হোক না কেন কাজ আমাদের করে যেতে হবে। কারন কাজ এনে দেয় দেহ আর মনে প্রশান্তি। আর তাই তো প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কাজ করে নিজেকে উৎফুল্ল রাখতে। হয়তো সে ভাবে হয়ে উঠে না। আর হবেই বা কি করে? আমি তো আবার সব নৌকার মাঝি।

মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। হয়তো তার সেই সকল স্বপ্ন পূরন হয়। আবার কখনও বা হয় না। তবুও মানুষ এগিয়ে যায় সামনের দিকে। এই সব পিছিয়ে পড়া মানুষের ভিড়ে আমিও একজন। জীবনে যখনই কোন কাজ করার ইচেছ জাগে তখনই হয়তো অশুভ কোন সংকেত এসে ভেঙ্গে দিয়ে যায় সেই স্বপ্ন। তারপরও আমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। আর সেই ঘুরে দাঁড়ানোর এক পর্যায়ে আজ আবার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ডাই পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের ডাই পোস্টটি আপনাদের বেশ ভালো লাগবে।

image.png

image.png

image.png

image.png

ক্লে দিয়ে সোফা তৈরির ডাই

প্রয়োজনীয় উপকরণ:

image.png

ক্লে
প্লাস্টিকের ছুড়ি

ক্লে দিয়ে সোফা তৈরির ডাই

ধাপ-১

image.png

প্রথমে পরিমান মত ক্লে নিয়ে সেটাকে লম্বা করে নিলাম সোফার নিচের পাট বানানোর জন্য।

ধাপ-২

image.png

এবার সেটাকে সুন্দর করে চেপটা ডিজাইন করে বানিয়ে কেটে সেপ মত করে নিলাম।

ধাপ-৩

image.png

এবার আবারও পরিমান মত ক্লে নিয়ে সোফার গদির জন্য দুটো গদি বানিয়ে নিলাম।

ধাপ-৪

image.png

এবার সোফার বানানো গদি দুটো নিচেরপাটর মধ্যে সুন্দর করে বসিয়ে নিলাম।

ধাপ-৫

image.png

এবার আবারও পরিমান মত ক্লে নিয়ে সোফার হাতার জন্য দুটি হাতা বানিয়ে সুন্দর করে মনের মত ডিজাইন করে নিলাম।

ধাপ-৬

image.png

এবার আবারও আরও একটি কালার ক্লে নিয়ে চিকন করে হাতার পাইপিনের জন্য বানিয়ে নিয়ে সেটা দিয়ে হাতা দুটো ডিজাইন করে নিলাম।

ধাপ-৭

image.png

এবার আবারও পরিমান মত ক্লে নিয়ে সোফার ব্যাকসাইডের পাটের জন্য বানিয়ে নিলাম।

ধাপ-৮

image.png

এবার সেটাকে সুন্দর মত সেপ করে কেটে তার মাধ্যে মনের মত ডিজাইন করে নিলাম।

ধাপ-৯

image.png

এবার আবারও ক্লে নিয়ে সোফার ব্যাসাইটের জন্য পাইপিন ও সোফার নিচের পায়া বানিয়ে নিলাম।

শেষ ধাপ

image.png

এবার এক এক করে সবগুলো সুন্দর করে প্রজিশন মত লাগিয়ে নিলাম।আর এভাবেই শেষ করে নিলাম আমার আজরে ক্লে দিয়ে চমৎকার সোফা।

উপস্থাপনা


image.png

আজ এই মূহূর্তে একটিই কথা আমি বলবো যে আমরা চাইলেও আমাদের সব মনের ইচ্ছে পূরন হয় না। কিছু না কিছু অপূর্ণতা আমাদের মাঝেই থেকে যায়। তবুও চেষ্টা করলাম আপনাদের জন্য নতুন কিছু করার। বাকীটা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ্।

শেষ কথা

সব সময়েই চাই আপনাদের জন্য নতুন এবং ভিন্ন রকমের কিছু পোস্ট তৈরি করে উপহার দিতে। তবে সময় আর সুযোগ দুটোই বড় কঠিন বিষয়। তবুও আজও চেষ্টা করলাম নিজের কিছুটা ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে শেয়ার করতে। আপনাদের ভালো লাগাই কিন্তুু আমার স্বার্থকতা।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

image.png

Sort:  
 2 months ago 

সবাই দেখছি আপনার বানানো সোফাটি নিয়ে টানাটানি করছে। এত ব্যস্ততার মাঝে আপনি এত অর্ডার সামলাবেন কিভাবে সেটাই ভাবছি। কারন আমারও যে এই চমৎকার সোফাটি দরকার ছিল। আপনার সোফার যেমন তার ডিজাই আর তেমন তার কালার সবমিলিয়ে এক্সসিলেন্ট বানিয়েছেন। এত অর্ডার পেলেতো আপনি এমনিতেই বড় লোক হয়ে যাবেন হিহিহি। জাস্ট অসাধারণ হয়েছে আপনার সোফাটি। এত ব্যস্ততার মাঝেও এত চমৎকার সোফা বানিয়েছেন দেখেইতো আমি অবাক হয়ে গেলাম।

 2 months ago 

তাই তো আমি আপনাদের কাছে এতটা কৃতজ্ঞ যে আপনারা বেশ সুন্দর মন্তব্য করেন।

 2 months ago 

সোফা গুলো আমার বাসায় পাঠিয়ে দেন আপু। আমি আমার ঘরে সাজিয়ে রাখবো। আপু আপনার তৈরি করা সোফা গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আর দেখতেও খুবই কিউট লাগছে আপু। বেশ ভালো লেগেছে আমার।

 2 months ago 

হুম ট্রাক ভাড়া পাঠিয়ে দেন। তাহলে পাঠিয়ে দিবো নে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে সবাই সবকিছু তৈরি করে গেলো।আমি এখনও কিছু তৈরি করার সময় পেলাম না।সোফা তো দারুন সুন্দর হয়েছে আপু।আমার কাছে সোফাটি খুবই চমৎকার লাগলো।কালারটা দারুন হয়েছে।আপনি খুব সুন্দর ভাবে ক্লে দিয়ে সোফাটি দেখানোর চেষ্টা করেছেন আপু।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আপু শুরু করে দেন হয়ে যাবে। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 months ago 

সব পিছিয়ে পড়া মানুষের ভিড়ে শুধু আপনি একা নন। আমার বাংলা ব্লগ পরিবার থেকে আমি আছি আপনার সাথে। যাইহোক আপু আপনি কিন্তুু আজকে অসাধারণ ভাবে ক্লে দিয়ে একটি সোফা তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ছোফার কালার কম্বিনেশন টা এবং সোফা তৈরির ধাপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু মনিরা আপু সোফা চেয়েছে তাই মনিরা আপুর বাসায় সোফাটা পাঠিয়ে দিন। আমাকে পরে একটা তৈরি করে দিবেন হাহাহা। যাইহোক আপু ক্লে দিয়ে অসম্ভব সুন্দর একটি সোফা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

তাহলে তো চিমটি আপনাকে। হি হি হি। ‍সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আপনি তো ক্লে দিয়ে খুবই ইউনিক একটি জিনিস তৈরি করেছেন। ক্লে দিয়ে বানানো আপনার এই সোফা দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম দেখতে বাস্তবের সোফার মতোই দেখাচ্ছে। সোফার কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানালে দেখতে খুবই সুন্দর দেখায়। তাছাড়া ক্লে কে বিভিন্ন শেপ দেওয়া যায় বলে বিভিন্ন জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

এমন সুন্দর করে মন্তব্য করলে তো মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনি তো দেখি মাঝে মাঝে চমক লাগায় দেন ক্লে দিয়ে এত সুন্দর কিছু তৈরি করে। আজকের তৈরি করার সোফা দেখে মুগ্ধ হয়ে গেছি অনেক সুন্দর করে তৈরি করলেন। প্রতিটি স্টেপ সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

এটাই তো করা উচিত। হঠাৎ একদিন বোম ফুটলে তো সবাই ভয় পাবে।

 2 months ago 

ক্লে ব্যবহার করে এতো সুন্দর সোফা তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে সোফা তৈরির ডাই তৈরি করেছেন। আপনার তৈরি করা সোফা সেট টি আপনার ঘরের দেয়ালে লেগে দিলে অনেক বেশি সুন্দর দেখা যাবে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

ঠিক তাই স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। আর সর্বদা চেস্টা করে স্বপ্ন পূরনের জন্য। যদিও সকল স্বপ্ন পূরন হয় না। তবে আজকে ক্লে দিয়ে বানানো শোফাটি বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর একটি ডিজাইনার শোফা তৈরির পদ্ধতি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

এটাই তো কষ্ট। কেন সব স্বপ্ন পূরণ হয় না? ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে সোফা তৈরির ডাই পোস্ট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দরভাবে আপনি এই ডাই পোস্ট তৈরি করেছেন। ধাপে ধাপে তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে সব সপ্ন পূরণ হয়না তবুও আমরা সপ্নদেখি।আপনি ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে সোফা তৈরি করেছে। বেশ সুন্দর হয়েছে ক্লে দিয়ে বানানো সোফাটি।ধাপে ধাপে সোফা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সোফা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

সেটাই তো কষ্ট কেন সব স্বপ্ন পূরণ হয় না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98043.90
ETH 3346.07
USDT 1.00
SBD 3.02