বাহ্ দারুন তো। আপনার সুপ্ত বাসনা পড়ে কেমন যেন হিমু হিমু গন্ধ পেলাম ভাইয়া। একেবারে আনকমন। গ্রামীন পরিবেশে এমন একটি পাঠাগার করা হলে একদিকে যেমন গ্রামের মানুষ গুলোর জ্ঞান পিপাসা কিছুটা হলেও লাঘোব হবে অন্য দিকে আপনি নিজেও নিজের মনের মত করে পাঠাগার হতে নিজের জ্ঞানের পিপাসা মিটাতে পারবেন। খুব ভালো লাগলো আপনার আজকের আইডিয়া পড়ে।
একসময় হুমায়ূনের হিমুর কাল্পনিক চরিত্র নিজের ভিতর লালিত হতো, তবে সেটা বড্ড কঠিন একটা বিষয় ছিল।