You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিংঃ-মানুষের ইহকাল এবং পরকাল।
দারুন লিখেছেন আপু হইকাল এবং পরকাল নিয়ে। সত্যি কিন্তু হইকালে কি হয় তা আমরা সবাই দেখতে পাই। কিন্তু পরকালে কি হয় সেটা কিন্তু আমরা কেউ দেখি না। তবে ইহকালের কর্মফল অবশ্যই আমাদের কে পরকালে ভোগ করতে হবে। তাই আমাদের সবার উচিত যে যার স্থান থেকে মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করে যাওয়া। আর আমার দ্বারা যেন কারও কোন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখা। মনে রাখতে হবে আমরা কিন্তু এ দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নয়।
কিছু কিছু মানুষ আছেন যাদের পাপের কর্মফল পৃথিবীতে ভোগ করে যায়। এবার বুঝতে হবে যে তাদের পরকালে কত করুন হবে।