আসলে ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই মনে হয়ে পাওয়া যাবে। বিশেষ করে আমি তো সময় পেলেই চলে যাই ফুচকা খেতে । তবে একা যাওয়া হয় না কয়েকজন একসাথে যাই। একা ফুচকা খেয়ে মজা পাওয়া যায় না। তবে ভাইয়া আপনি কিন্তু আমাদের ও সাথে ইনভাইট করতে পারতেন। ধন্যবাদর ভাইয়া আপনাকে । আপনার বান্ধবীর ডাকা ফুচকা খাওয়ার মূহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমিই পছন্দ করি না।।হিহি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।