বাপরে দিদি, আপনারা তো তাহলে সব মিলিয়ে ১২-১৩ ঘন্টা ছিলেন সেই ট্রাভেল বাসে। তবে সময় যাই লাগুক না কেন পুজো তো হলো। আর যমুনা নদীর তীর ঘেষে অতটা উপরে উঠতে আপনাদের যতটা সময় লেগেছিল নামতে কিন্তু তার চেয়ে বেশ কম সময় লেগেছে। তবে আপনি যাই বলেন না কেন আপনার হাত ধরেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখার সুযোগ পেলাম।