দাদা দেখতে দেখতে আপনি কলিকাতা পুজো পর্বের ৫ম পর্ব আমাদের সাথে শেয়ার করছেন। আপনার শেয়ার করা আজকের পুজো পরিক্রমার প্রতিটি ফটোগ্রাফিই কিন্তু দারুন সুন্দর হয়েছে। এছাড়াও আজকের পর্ব হতে আর নতুন নতুন অনেক কিছু জানতেও পারলাম। তবে আশ্চর্য লাগলো যে শুধুমাত্র একটা পুজো প্যান্ডেলের মোট ৬৮ টা ছবি তোলা হয়েছে জেনে। ধৈর্যও আছে বলতে হয়।