দিদি শুনেছিলাম যে আপনাদের নাকি বারো মাসে তের পুজা। বেশ মজা হয় আপনাদের। আর সব গুলো উৎসবের মধ্যে কেন জানি দিপাবলীই চারদিকে আলো ছড়িয়ে দেয়। বেশ ভালো লাগে এই রাতের আলোক সজ্জাগুলো দেখতে। আজ আপনার পোস্ট পড়েও অনেক গুলো বিষয় জানতে পারলাম। ধন্যবাদ দিদি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।