এবার কিন্তু সত্যি সত্যি চলে আসতে মন চাইছে। আরে এমন সুন্দর একটি রেসিপি যদি চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কি আর ঢাকায় থাকতে মনে চায়। বেশ দারুন করে আজকের চিংড়ি বড়ার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আবার আপনার উপস্থাপনাও কিন্তু দারুন ছিল। সব মিলিয়ে ওয়াও একটি রেসিপি।
আমি তো আপনাকে সবসময়ই বলি যে জানু আসেনে কিন্তু আপনি তো আসেন না।একবার এসেই দেখেন না আরও কতকিছু রান্না করে আপনাকে খাওয়াই।ধন্যবাদ আপু।