মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে তিনি আপনাদের কে এ যাত্রায় রক্ষা করেছেন। আজকাল যে হারে রাস্তার দূঘর্টনা বেড়ে যাচেছ তাতে মানুষের বেচেঁ ফিরাই দায়। এগুলো দেখার মত কেউ নেই। সবাই আছে নিজেকে নিয়ে। তাই আমাদের ভালো আমাদের কেই দেখতে হবে। আশা করবো এর পর হতে সাবধানে চলাফেরা করবেন।
ঠিক বলেছেন ভাইয়া।তবে পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় সাবধানে চলাচল করেও দূর্ঘটনার কবলে পড়তে হয়।
আরে আমি আবার ভাইয়া হলাম কবে? আমাকে ভাইয়া বানিয়ে দিলেন!