বাহ্ দারুন তো আপু । আমি জানতাম আপনি বেশ দারুন মেহেদী পড়ান। কিন্তু সেটা যে এত দারুন বা ব্রাইডাল মেহেদী সেটা তো জানা ছিল না। তবে আমিও কিন্তু আপনার সাথে একমত। দিনে দিনে আমাদের চারপাশের মানুষগুলোর মনে হয় কমনসেন্স কমেই যাচেছ। আর কমে যাচেছ বলি কেন নেই বললেই চলে। তবে আপনি একদম ঠিক করেছেন আপু। এতটা সময় কি বসে থাকা যায়?
একদম তাই,বড্ড কমনসেন্স এর অভাব।