দারুন একটি টপিক্স নিয়ে তো দেখছি আপনি আজ আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন। আপনার লেখা গুলো সব বাস্তব সম্মত। প্রতিদিন এমন সব শব্দ দূষণ হচ্ছে যে আর বলার নয়। রাস্তায় যখন বের হই তখন দেখি কিছু মানুষ অযথায় রাস্তার মাঝে গাড়ীতে হয়রান বাজায়। আবার আশে পাশে এমন জোড়ে গান ছাড়ে যে কানের পর্দাও ফেটে যাওয়ার উপায় হয়। সব মিলিয়ে কিন্তু আমাদের অবস্থা বেশ শোচনীয়।
শব্দ দূষনের জন্য বাহিরে বের হ ওয়াই কষ্টকর ।ধন্যবাদ আপু।