কোথায় যেন শুনেছিলাম নিজের দুখে জ্বলে যিনি, পরের দুঃখে খুশি যিনি তাকেই বলে প্রতিবেশী। আর আপনার আজকের শেয়ার করা পোস্টটি পড়ে কিন্তু আমার সেই কথাটিই মনে পড়ে গেল। সমাজে এমন ধরনের অনেক মানুষ আছে যারা অন্যের ভালো কিছুই সহ্য করতে পারে না।এদের কে জাস্ট ঘৃণা করা উচিত।
হ্যা আপু। এসব মুখোশধারী মানুষজনকে ঘৃণা করা উচিৎ। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।