You are viewing a single comment's thread from:

RE: অসুস্থতা এবং মেয়ের প্রথম রুটি বানানোর অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু আমার তো মনে হয় আপনার দেহের অসুস্থ্যতার চেয়ে মনের অসুস্থ্যতাটাই বেশী ঘিরে ধরেছে আপনাকে। আচ্ছা বলেন তো আপনার কিসের এত কষ্ট। সব কষ্ট জীবন থেকে দূর করে দেন। আপনি তো আমাদের কে কত সুন্দর সুন্দর উপদেশ দেন। সব সময় ভাববেন আপনার পাশে আমরা আছি। আপনার সোনার টুকরা দুটো মেয়ে আছে আর দাদার মত একজন ভালো মানুষ আছে। এতকিছু রেখে কেউ কি অসুস্থ্য হয়। দাৎ ফেলে দেন সকল অসুস্থ্যতা। এটা আপনার সাথে যায় না। কি সুন্দর মামুনিরা রুটি বানায় আবার সুন্দর সুন্দর রান্নাও করে । দোয়া রইল সকল অসু্স্থ্যতা কাটিয়ে সুস্থ্য হয়ে উঠেন।

Sort:  
 2 years ago 

এটা আপনি ঠিক বলেছেন আপু দেহের অসুস্থতার চেয়ে মনের অসুস্থতায় বেশি আমার।মাঝে মাঝে মনে করি কোনোদিন কোনো বিষয় নিয়ে চিন্তা করবো না কিন্তু সেই চিন্তা আরও বেশি আমাকে ঘিরে ধরে।আপনার দাদা এবং মেয়েরা সত্যিই অনেক ভালো কিন্তু তারপরও কেনো জানি আমি সুস্থ থাকতে পারি না বুঝি না।জ্ঞান দেওয়া ব্যক্তিরা নিজের বেলায় এরকমই হয় আপু যেমন আমি😁 দোয়া ও অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80687.60
ETH 2168.77
USDT 1.00
SBD 0.67