নারী কিন্তু একটু অভিমানী না হলে মানায় না। আপনি যে লুডু খেলেন সেটা কিন্তু জানতাম না। আজ জানলাম যে আপনি লুডু খেলায় বেশ এক্সপাট। তবে হারলে তো মন খারাপ হবেই। তাতে কি এগিয়ে যেতেই হবে। ভালো লাগলো যেনে যে সিয়াম ভাই ও আপনাকে ঘরের কাজে সাহায্য করে। ভালো থাকেন সব সময় সবাই কে নিয়ে।
আসলে আপু আমি একটু বেশি অভিমানি। খুব সাধারন বিষয়ে অনেক অভিমান হয় আমার।কেউ বুঝতে পারে কেউ পারেনা।সিয়াম এবং শিপু দুজনেই আমাকে ঘরের কাজে সহযোগিতা করে।ওদের জন্য দোয়া করবেন আপু।♥♥