আপু বেশ সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আজকে পোস্ট করলেন। আসলে হুটহাট রেগে যাওয়ার বিষয়টা আমার মধ্যে অনেকটাই বেশীই মনে হয়। কি করবো বলেন, মাঝে মাঝে মনে হয় আমি নিজেই ভালো না। কারন আমি আমার চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলোর অনেক কিছুই সহ্য করতে পারি না। পারি না কোন অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে। দিন দিন আমাদের চারপাশের পরিস্থিতি যা হচেছ তাতে তো হুট হাট রেগে না গিয়ে উপায় নেই।
ব্যাপারটা উপায় নেই এমনটাও নয়,উপায় করাটাই আমাদের দায়িত্ব।