You are viewing a single comment's thread from:
RE: অনুভূতির গল্প- হৃদয়ের টানে কোলকাতা (পর্ব-০৭)
ভাইয়া চকলেট বয় কে তো হাটাঁতে হারানো সহজ নয়। হ্যাংলা পাতলা বলে কথা। সমস্ত শহর হেটেঁ হেটেঁ বেড়িয়েছেন। তাও আবার না খেয়ে। ভালই করেছেন। আরে খাবার দাবার তো সারাজীবনই করা যাবে। কিন্তু সারা জীবন তো কলকাতা শহর টিকে আর ঘুরে দেখা যাবে না। হি হি হি। তবে আমি হলে কিন্তু পারতুম না। ধাপাস করে পড়ে যেতুম। তবে আপনারা না হাঁটলে তো আর আমরা এত কলকাতা শহরের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতাম না। ফটোগ্রাফি দেখেই তো পেট ভরে গেছে। মনে হয় কলাকাতায় না গেলেও চলবে। হি হি হি। বেশ মজার ছিল সপ্তম পর্ব। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
একদম ঠিক বলেছেন, আমাদের এটা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিলো হা হা হা। পরের পর্বগুলো একটু দেরীতে আসবে, মাঝে একটু গ্যাপ দিবো এবার।