আপু আপনার এই বদ অভ্যাসটি কিন্তু আমারও আছি। আমিও বেশীর ভাগ সময় ব্যয় করি একই চিন্তা ভাবনা থেকেই। আজকে আপনি যে পোস্টটি করেছেন তা আমাদের জন্য অনেক মূল্যবান। কারন আমরা যতই ব্যস্ত থাকবো তা আমাদের জন্য অত্যান্ত মঙ্গল জনক। ব্যস্ত মানুষের সময় যে কখন চলে যায় সে টেরও পায় না। এই যেমন আমিও বেশ কিছুদিন যাবৎ এতটাই ব্যস্ত যে নিজের অসুস্থ্যতার কথা নিজেই ভুলে যাই। হা হা হা
জ্বি,আমরা যতই ব্যস্ত থাকবো ততোই আমাদের কাজের গতি বাড়বে।