বিশ্বসেরা ফুটবলার পেলে আর নেই। ছোটবেলায় কোন বইতে যেন পড়েছিলাম এই কিংবদন্তী ফুটবলের যাদুকরের কথা। আসলে পেলের মৃত্যুর সংবাদটি শুনে আমারও যেন কেমন লাগছিল। তবে পেলেরা মরে না। তারা যুগ যুগ ধরে বেচেঁ থাকে বইয়ের পাতায় অথবা মেসি আর নেইমার হয়ে। ভাল থাকো ফুটবলের যাদুকর।