আপনি একদম ঠিক বলেছেন আপু । চটপটি বেলপুরী, পানি পুরী আর ঝালমুড়ি আমাদের সবারই বেশ পছন্দ। আমিও আপনার মত করে কলেজে যখন পড়তাম তখন বান্ধবীদের নিয়ে এভাবে খেতে চলে যেতাম।ঝালমুড়ি বিশেষ করে অনেক পছন্দ করি। আমাদের এখানে তালতলা মার্কেটে প্রায় আমি ঝাল মুড়ি খেতে চলে যাই। আমার অনেক ভালো লাগে। তবে আজ আপনারটা দেখলাম একটু অন্যরকম অন টাইম গ্লাসে ঝাল মুড়ি। মনে হচ্ছে বেশ মজা ঝালমুড়িটি। ঝাল মুড়ি এটা কোথায় বিক্রি হয় আপু? বলেন তাহলে আমিও খেতে যাবো।