মিয়া ভাই গানটি যতক্ষণ শুনছিলাম ততক্ষণ যেন মনে হচ্ছিল এন্ড্র কিশোরই গানটি করছে। কিন্তু গানটি শেষ হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম গানটি আমার মিয়া ভাই করেছে। বেশ দারুন দারাজ কণ্ঠ দিয়ে গানটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একেবারে মন ছুঁয়ে যাওয়া একটি গান আজ কভার করলেন। এক কথায় অসাধারণ।
আপু, আমার গান শুনে আপনার কাছে যতটা ভালো লাগে, ঠিক ততটাই ভালো লাগে আপনার কাছ থেকে মিয়া ভাই ডাকটি শুনতে। যাইহোক আপু আপনার এই মিয়া ভাইয়ের গান শুনে সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।