Superwalk Activities - গত এক সপ্তাহে আমার সুপার ওয়াক একটিভিটিস
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে যেমনই থাকি না কেন সব পরিস্থিতিতেই বলতে হয় বেশ আছি। কারন আমরা যতই নিজেদের কে খারাপ ভাববো চারদিকের খারাপ অপশক্তিগুলোই আমাদের কে গ্রাস করে নিবে। তাই আমরা যে যেমন অবস্থায় থাকি না কেন সব সময়ই বলবো বেশ আছি আলহামদুলিল্লাহ্। আমি আজ আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি। আজ আমি চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু শীতকালীন প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
আমরা মানুষ। আর মানুষ হিসাবে আমরা সবাই চাই আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠুক। আর এই সুন্দর থাকার জন্য আমাদের কে অবশ্যই বেশ পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেই আমরা জীবনে খুঁজে পাবো সুখ আর শান্তি। তাই তো আর সবার মত করেই আমি আমার জীবন কে সুন্দর করার জন্য প্রতি নিয়ক চেষ্টা করে যাচ্ছি। আর এই পরিশ্রম কে আরও স্বাচ্ছন্দময় করে তুলতে আমাদের কে সহায়তা করছে আমাদের প্রিয় কমিউটি। আর এই প্রিয় কমিউনিটির নতুন একটি সংযোজন হলো সুপার ওয়াক।
বেশ কিছুদিন যাবৎ সুপার ওয়াকে হাটা শুরু করেছি। অ্যাপসটি ডাউনলোড করার আগে বুঝতে পারিনি যে সুপার ওয়াকে এত মজা। যখন থেকে হাঁটতে শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম যে বেশ মজা। যাইহোক আজ আমি আপনাদের মাঝে গত সপ্তাহে আমার হাটার একটিভিটিস শেয়ার করব।
আপনারা লক্ষ্য করছেন যে, আমি অনেক হেঁটেছি। যেহেতু আমার অফিস থেকে বাসা বহু দূর তাই প্রতিদিন আমি অনেক হাঁটতে পারি। এজন্য প্রতিদিন আমার হাঁটার গতিবৃদ্ধি পাচ্ছে। এবং আমার কয়েনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে বেশ ভালই লাগে।
দিনের পর দিন একটু একটু করে হেঁটে এ পর্যন্ত আমি আমার ঝুড়িতে ১৪ হাজার ২৩০ টি কয়েন তুলতে পেরেছি। আর অন্য সব কয়েন তো বেড়েই চলছে। আশা করি এভাবেই ধীরে ধীরে আমি অনেক দূর এগিয়ে যাব। বাকি রইল আপনাদের এখনও এবং উদ্দীপনা। আশা করি আগামীতে আমি আমার অ্যাক্টিভিটিস আরো বেশি করে বজায় রাখতে পারব।
জানিনা আমার আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | টাঙ্গাইল, বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
Twiter
()