কবিতা পোস্ট : স্ব-রচিত- কবিতা- আমি নারী || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম

প্রানের প্রিয় আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ্ এর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে। তা না হলে কাজ করবো কি করে?

আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। শত ব্যাস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার নিজের স্ব-রচিত একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

HOUR (5).png

CANVA দিয়ে তৈরি

image.png

মানুষ আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টির সেরা জীব। আর এই সৃষ্টির সেরা জীবের মধ্যেই কিন্তু নারী একটি বিরাট জায়গা করে আছে। নারী কখনও কন্যা, কখনও জায়া আবার কখনও বা জননী। এই নারী এমন একটি স্থান দখল করে আছে। যার সম্মান পৃথিবীর প্রতিটি ধর্মে দেওয়া হয়েছে। অথচ সেই নারীই কিন্তু আজও অবহেলিত হয়ে আসছে এই সমাজের আনাচে কানাচে। আজও নারী কিন্তু অবহেলিত। পায় না কোন অধিকার, পায় না সম্মান। আর নারীদের এমন একটি জীবন নিয়েই কিন্তু আমার আজকের কবিতা। আশা করি প্রতিদিনের মত আজও আপনাদের প্রত্যাশা পূরন করবে আমার আজকের কবিতাটি।

image.png

স্ব-রচিত কবিতা
আমি নারী

লেখা- মাকসুদা কাউসার

আমি নারী তাই আমার,
বেশী কথা বলতে নেই,
আমি নারী তাই আমার,
নিজের কোন বাড়ী নেই ।।

আমি নারী তাই আমার,
কোন স্বপ্ন দেখতে নেই,
আমি নারী তাই আমার,
মনের ইচ্ছের কোন দাম নেই ।।

আমি নারী তাই আমার,
সময়ের কোন মূল্য নেই,
আমি নারী তাই আমার,
আত্মসম্মান বলে কিছু নেই ।।

আমি নারী তাই আমার,
রান্না ঘরের বাহিরে কাজ নেই,
আমি নারী তাই আমার,
বাহিরের জগৎ বলতে কিছু নেই।।

আমি নারী তাই আমার,
যৌতুক ছাড়া বিয়ে নেই,
আমি নারী তাই আমার,
পুরুষের উপর কথা বলতে নেই ।।

আমি নারী তাই আমার,
লোকাল বাসে বসে যাওয়া সীট নেই,
আমি নারী তাই আমার,
অন্যায়ের প্রতিবাদ করার ভাষা নেই ।।

আমি নারী তাই আমার,
নিজের দক্ষতার কোন দাম নেই,
আমি নারী তাই আমার,
সফলতা বলতে কিছু নেই।।

নারী হয়েছি বলে কি আমার,
নিজের স্বত্ত্বা থাকতে নেই?
থাকতে নেই মান অপমান বোধ,
নাকি নারীরা সকল অনুভূতির উর্ধ্বে?

image.png

শেষ কথা

সত্যি বলতে একজন নারীর সত্যিকারের অর্থে কোন বাড়ী। নারীরা সত্যিই বেশ অসহায়। অনেক অসহায় নারী আছে যারা তাদের দুঃখের কথা গুলো কারও সাথে শেয়ার করতে পারে না। পারে না মনের কথা গুলো কাউকে বুঝিয়ে বলতে। আর এমন একটি অনুভূতি থেকেই আমার আজকের কবিতা লেখা। এখন আপনাদের ভালো লাগলেই আমি স্বার্থকতা খুঁজে পাবো।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  
 3 months ago 

নারীরা একেক সময় একেক সম্পর্কের মধ্যে থাকে। নারী মানে কখনো কারো মা। নারী মানে কখনো কারো অর্ধাঙ্গিনী। মাঝে মাঝে কারো ভালোবাসার মানুষ। আবার কখনো বা অবহেলায় ছুড়ে ফেলে দেওয়া কোন ময়লা আবর্জনা। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর বিশ্লেষণ মূলক মন্তব্য করার জন্য।

 3 months ago 

আপু আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো, কিন্তু আপনি আপনার নারী কবিতার মধ্যে নিজেকে নেগেটিভ চরিত্রে ই তুলে ধরেছেন। আসলে কি সব ক্ষেত্রে এরকম হয় ?আমার তো মনে হয় হয় না, নেগেটিভ , পজেটিভ দুটি মিলিয়েই জীবন। ধন্যবাদ আপু এমন একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর সুক্ষ বিবেচনায় মন্তব্য করার জন্য।

 3 months ago 

অনেক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটির প্রতিটি লাইনের কথাগুলো জীবনের সাথে মিল রয়েছে। এ সমাজ নারীদের কে মাঝে মাঝে সম্মান দেয় লোক দেখানোর জন্য। শুধু লোক দেখানোর জন্য। কিন্তু আপনার কবিতার ভাষায় মেয়েরা সত্যি সব জায়গায় অবহেলিত। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট করে শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আমি নারী তাই বেশি কথা বলতে নেই।নারীদের কোন নিজস্ব বাড়ি নেই দারুন কিছু কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আপু। আপনার কবিতার লাইন গুলো পড়ে জাস্ট মুগ্ধ হলাম। অসাধারণ হয়েছে প্রতিটা লাইন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনাকেও এমন সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটি পড়ে মুক্ত হয়ে গেলাম। সত্যিই আমি নারী অনেক কিছু বলতে পারি।আমাদের নেই কোন বাড়ি। দারুণভাবে কবিতার প্রতিটি লাইন মিলিয়েছেন ছন্দের সাথে। জাস্ট অসাধারণ হয়েছে কবিতাটি। ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

আমি নারী আমি মহান
আমি মহিয়ান
আমি নারী বলেই
দেই প্রতিদান।

আমি নারী বলেই
পৃথিবী এত সুন্দর
মমতার আচলে ঢাকা
স্নেহের চাদর।

আমি গর্বিত নারী বলে
আমি গর্বিত মা বলে
আমি আপন সত্তায়
যত অপমান যাই দলে।

আমি নারী আমি প্রিয়তমা
কখনো আদরের কন্যা
কখনো ভালবাসার বন্যা
এই জগতে আমি অনন্যা।
💞

 3 months ago 

বাহ্ আপু আপনার প্রশংসা না করে তো পারছি না। কি করে লেখেন এমন সুন্দর করে কবিতার লাইন গুলো। ধন্যবাদ আপু আপনার অসাধারণ কিছু ছন্দময় কবিতার জন্য।

 3 months ago 

হতাশাগুলো কে আশায় রূপান্তরিত করলাম।আশা করি আপনার কাছে ভালো লেগেছে। নারী মানে শুধু ব্যর্থতাই নয়,নারী মানে বৃহৎ কিছু। কখনোই নিজেকে ছোট করে দেখার কিছু নেই। যেখানে অন্ধকার,সেখানেই আমরা আলো ছড়াবো। অন্তহীন শুভকামনা আপনার জন্য প্রিয় আপু। 💞

 3 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনি তো দেখতেছি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনি নারী নিয়ে অসাধারণ একটি কবিতা লিখে মনের ভাব প্রকাশ করেছেন। আসলে নারী কে সকল ধর্মে সম্মান করেছে। আর আমাদের সবার উচিত সবাইকে সম্মান করে এবং ভালোবেসে কথা বলা। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। আপনার কবিতাটি যতই পড়তেছি ততই ভালো লাগতেছে। মনের অনুভূতি দিয়ে অসাধারণ কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62449.67
ETH 2429.76
USDT 1.00
SBD 2.58