কবিতা পোস্ট- স্ব-রচিত- অপ্রকাশিত ভালোবাসা || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
ভালোবাসা এমন একটি বিষয় যার অনুভূতি কাউকেই বুঝানো যায় না। আবার কাউকে বলাও যায় না ভালোবাসার কথা। ভালোবাসা থাকে শুধু মনের মাঝে এক অন্যরকেরম অনুভূতি হয়ে। প্রিয় মানুষের প্রতি অপ্রকাশিত ভালোবাসা গুলো কেমন করে যেন মনের গভীরে বাসা বেধেঁ দিনের পর দিন থেকে যায়। পৃথিবীর কেউ সেই অনুভূতি বোঝে না। এমন কি কাছের মানুষটিও নয়। যে ভালোবাসার কোন প্রকাশ নেই, যে ভালোবাসার কোন অনুভূতি নেই, কেমন করে সেটা প্রিয় মানুষটিকে বুঝানো যায়? আর এমন কিছু ভালোবাসার অনুভূতি নিয়ে আজ আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের কবিতাটিও ভালো লাগবে।
ভালোবাসার ফুল বাগিচায় কত শত ফুল,
এত এত ফুলের মাঝে তুমিই আপনজন,
ভাবছো তুমি কেমন করে তুমি আমার প্রিয়?
ভালোবাসি তোমায় ওগো এতটুকু শুধু তুমি যেন।।
রেখেছি গো প্রিয় তোমায় হৃদয়ে,
যেথায় থাকিবে তুমি অনন্তকাল জুড়ে,
তুমি বিহনে পৃথিবী অন্ধকার,
তাই প্রিয় ওগো তোমাকেই দরকার।।
ভালোবাসা কি বোঝনা তুমি?
কেন করো ওগো এত পাগলামী?
কেন বোঝনা চোখের ভাষা?
কেনই বা নিজেকে করো ধুয়শা?
তোমার শত না বলা কথা,
হৃদয়ে জাগায় হাজারও ব্যাথা,
তোমার একটু মৃদ হাসিতে,
আমার পৃথিবী স্বপ্ন যে বুনে।।
হৃদযের আবেগ বোঝেনা কিছু
বারে বারে নেয় কেবল তোমারই পিছু
তোমার ভালোবাসায় নিজেকে সুপে
ভালোবাসিবো তোমায় হৃদয় মনও দিয়ে।।
বাধাঁ আর বিপত্তি কে সরিয়ে দিয়ে
তোমায় রাখিবো বুকেতে ধরে
দেবো না তোমায় ভুলিতে আমায়
রাখিবো তোমায় হৃদয়ের আঙ্গিনায়।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Twiter
আপু আপনার কবিতার খাতা থেকে আজও একটি দারুণ কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সবসময় আপনার কবিতাগুলোর ভাষা অনেক মার্জিত হয়। আপনার কবিতা গুলো পড়ে বুঝা যায় আপনি কবিতা লেখার সময় মনের সবটুকু আবেগ ও অনুভূতি মিশিয়ে প্রতিটা কবিতার লাইনগুলো তুলে ধরেন।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি ভালোবাসার এত সুন্দর অনুভূতি নিয়ে একটা কবিতা লিখেছেন দেখে খুব ভালো লাগলো আপু। আপনার লেখা অপ্রকাশিত ভালোবাসা কবিতাটা অনেক সুন্দর ছিল। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন সবসময়। এত সুন্দর অনুভূতি নিয়ে আজকের কবিতাটা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কবিতাটি ভালোবাসার গভীর আবেগে পরিপূর্ণ। প্রতিটি লাইনে ভালোবাসার নরম অথচ শক্তিশালী অনুভূতি প্রকাশ পেয়েছে। হৃদয়ের আবেগ, স্বপ্ন এবং আকাঙ্ক্ষার মেলবন্ধন এটি। বিশেষ করে "তোমার মৃদ হাসিতে পৃথিবী স্বপ্ন বুনে" লাইনটি অত্যন্ত সুন্দর। আশা করি, এমন আরও মনোমুগ্ধকর লেখা পাবো। শুভকামনা রইলো।
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রত্যেক জন মানুষ তার ভালোবাসার মানুষকে অন্তরের মধ্যে গেঁথে রাখে। যেখানে খুব যতনে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চায়। ঠিক তেমনি ভালোলাগা ও ভালোবাসার অনুভূতিকে ঘিরে লেখা আপনার কবিতা। আপনার কবিতা আবৃত্তি করতে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার লেখা অপ্রকাশিত ভালোবাসা কবিতা টা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে পুরো কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। আমি অনেক পছন্দ করি এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে। আপনার এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে অনেক সুন্দর অনুভূতি ফুটে উঠেছে।
মন্তব্য করে উৃৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
দারুন একটা কবিতা লিখেছেন আপু। পুরো কবিতাটা সত্যিই দারুণ ছিল তবে প্রথম দিকের লাইন গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর শব্দ এবং ছন্দ সাজিয়ে কবিতার লাইনগুলো লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।