জেনারেল রাইটিং:-"আবেগ আর বিবেক দুটো ভিন্ন জিনিস"II written by @maksudakawsarII
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। তবে কেন জানি আজকাল ব্যস্ততাগুলো আমায় দারুন প্যারা দিচেছ। প্যারা দিচ্ছে জীবন আর সময় দুটোই। কিন্তু আমি তো ব্যস্ততা চাই না। চাই একটু শান্তি আর প্রশান্তি। চাই একটু স্বাধীনতা। যাই হোক এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তাই চলে যাই আজ আপনাদের জন্য আমার লেখা সুন্দর একটি জেনারেল রাইটিং এর কথায়।
প্রতিদিনই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই আমাদের চারদিকের মানুষগুলোর মধ্যে কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। আসলে সত্যি বলতে আজ কেন জানি মনটা অনেক খারাপ। তবুও চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
Canva দিয়ে তৈরি
মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের মধ্যে আছে আবেগ অনুভূতি আর আদর ভালোবাসা। যার অনুভূতি মানুষ তার ব্যবহার দ্বারা বুঝিয়ে দিতে পারে। পৃথিবীর অন্য কোন প্রানী হয়তো বা মানুষের মত করে নিজের অনুভূতিগুলো এমন সুন্দর করে তুলে ধরতে পারে না। তাই মানুষ কেই একমাত্র আবেগী হিসাবে বিবেচনা করা হয়।
মানুষ বেশীর ভাগ সময়েই বিবেকের তুলনায় আবেগ দিয়ে কাজ করে বেশী। যার কারনে মানুষের ভুলও হয় বেশী। আবেগের বশত মানুষ মানুষ কে ভালোবেসে কাছে টেনে নেয়। যার জন্য অনেক সময় ভুল মানুষের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। আর এই ভুল মানুষ কে ভালোবাসার কারনেই এক সময়ে মানুষ হয়ে পড়ে অসহায় আর নিঃশ্ব। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর।কারন আবেগের কারনে আমরা অনেক সময় নিজের হিতাহিত জ্ঞানও হারিয়ে ফেলি। হারিয়ে ফেলি নিজের অস্থিত্ব। মানুষ যখন আবেগের কাছে নিজেকে শোপে দেয় তখন মানুষের মাঝে থাকে না কোন হিতাহিত জ্ঞান।থাকে না কোন বোধ আর বুদ্ধি। যার কারনে আবেগের তাড়নায় মানুষ অনেক বড় ভুলও করে বসে অনেক সময়। তাই দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।
অন্যদিকে বিবেক মানুষকে ভাল মন্দ বাছাই করতে শিখায়। যার মধ্যে বিবেক বুদ্ধি থাকে, যে মানুষ বিবেক দিয়ে কোন কাজ করে, বা কোন কাজ করার আগে নিজের বিবেক কে কাজে লাগায় সে আর যাই হোক ভুল করতে পারে না। কারন বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত। আর এই আদালতের কাছে যদি মানুষ প্রশ্ন করে তাহলে তার মধ্যে কোন খারাপ অনুভূতি সৃষ্টি হতে পারে না।
একজন বিবেকবান মানুষ সব সময় তার বিবেক দিয়ে তার জীবন কে পরিচালিত করলে জীবনে ভুল গুলো কম হওয়ার সম্ভাবনা কম থাকে। আর তার দ্বারা অন্য মানুষের কষ্ট পাওয়ার সম্ভবনাও কম থাকে। এতে করে জীবনে ক্ষতি কম হওয়ার সম্ভবনাও কম থাকে। বিবেক হলো মানুষের বড় বন্ধু। তাই আমাদের উচিত আবেগ নয় বিবেক দিয়ে আমাদের জীবন কে পরিচালিত করা। বিবেক দিয়ে যদি আমরা আমাদের জীবন কে পরিচালিত করতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং আনন্দময়।
জানিনা কেমন লাগলো আমার আজকের টপিকটি। আশা করি আমার মত করে মনে করেন যে সু সময়ে অনেকে বন্ধু বটে হয়? ভালো থাকবেন, সুখে থাকবেন। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ঠিক তাই আপু।আবেগ আর বিবেক দুটো ভিন্ন জিনিস।আবেগ দিয়ে কাজ করলে পস্তাতে হয়।আর বিবেক দিয়ে কাজ করলে কাজটা না হলেও পস্তাতে হয়না।আমাদের সবার উচিত বিবেক দিয়ে কাজ করা।
আবেগ এবং বিবেক দুটি ভিন্ন বিষয়। আসলে অনেক মানুষ আছেন যারা আবেগ এবং বিবেক দুটি বিষয়কে একসাথে মিশিয়ে ফেলে। যে মানুষের কাছে আবেগ বেশি থাকে সে কখনো বিবেকবান মানুষ হতে পারে না। কারণ আবেগ মানুষকে ভুল করতে বাধ্য করে। এখন আসলে কারটা আবেগ কারটা বিবেক সেটা বোঝা খুবই মুশকিল।