শৈশবের ফেলে আসা দিনগুলির স্মৃতি- হাড়ি ভাঙ্গা খেলার স্মৃতি II written by @maksudakawsar II
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
আমরা যারা আমাদের শৈশবটাকে ফেলে এসেছি। তারা কিন্তু প্রত্যেকেই চাই আবার সেই শৈশবে ফিরে যেতে। চাই শৈশবটাকে আবার খুব কাছ হতে উপভোগ করতে। মাঝে মাঝে হয়তো আমরা কেউ কেউ আমাদের সেই শৈশবে ফিরে যাই। ফিরে যাই হাজারও স্মৃতির মাঝে। কারন আমরা কেউ কখনও আমাদের জীবন থেকে ফেলে আসা শৈশব কে মুছে দিতে পারবো না।
কেমন আছেন সবাই? বেশ ভালো আছেন নিশ্চয়। আসলে প্রিয় মানুষগুলো ভালো থাকুক এই কামনাই করি। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন করে নতুন একটি পোস্ট নিয়ে। আসলে সব সময়ই ভাবী যে নিজের মনের মাঝে ঘুরপাক খাওয়া কথা গুলো আপনাদের মাঝে শেয়ার করবো। তাই তো আজও আবার সেই ছেলেবেলার কিছু স্মৃতি কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
.png)
CANVA দিয়ে তৈরি
সত্যি বলতে ছেলেবেলার কথা কখনও কেউ ভুলতে পারেনি আর পারেও না। আমার মনে হয় আমি নিজেও সেই ছেলেবেলার স্মৃতি গুলো কে ভুলতে পারিনি। আর পারবো বলে তাও মনে হয় না।ছেলেবেলায় আমরা কত রকমের খেলাই না খেলতাম। আজ যখন বিকেলে হেটে আসছিলাম তখন দেখলাম কিছু ছোট ছোট মেয়ে পাশের মাঠেই হাড়ি ভাঙ্গা খেলছে। নিমিষেই মনে হয়ে গেল আমার সেই ছেলেবেলার কথা গুলো। মনে হয়ে গেল ছেলেবেলায় এই হাড়ি ভাঙ্গা খেলায় পুরুস্কার পাওয়ার জন্য কত দৌঁড় ঝাপই না করেছি। করেছি কত চুরি আর ঝগড়া। সেই গুলো কি চাই লেই আর ভোলা যায়। থেকে থেকে সারা জীবন ভরেই এমন স্মৃতি গুলো মনের কোনায় বাসা বাধেঁ।
আমাদের কোয়ার্টারে প্রতি বছর খেলার আয়োজন করা হতো। বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হতো। তার মধ্যে দৌড়, হাই জাম- লং জাম, বিস্কুট দৌড় সহ হাজার রকমের খেলা। তার মধ্যে একটি খেলা ছিল হাড়ি ভাঙ্গা খেলা। মানে কাপড় দিয়ে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হতো। তারপর সে যদি সেই অবস্থায় সেই হাড়িটি খোঁজ করে ভেঙ্গে দিতে পারতো তাহলে সেই কিন্তু পুরুস্কার পেত।কত কঠিন এই খেলাটি তাই না। তো আমি কিন্তু জীবনে কখনও পুরুস্কারটি পাইনি। এ কি আর মেনে নেওয়া যায় বলেন তো। কোন ভাবেই মেনে নিতে পারছিলাম না।
একবার হলো কি আমি আমার সাঙ্গু পাঙ্গুদের দিয়ে ব্যবস্থা করে রাখলাম যে আমার চোখ যাতে নরম করে বেঁধে দেয়। আর আমি যেন সব দেখতে পাই। তো যিনি চোখ বাঁধেন সেই আপু কে হাতে পায়ে ধরে আর দুটো আইসক্রিম কিনে দিয়ে ম্যানেজ করে নিল। আর আপুও আমার চোখ খুব হালকা করে বেঁধে দিলো। আমি তো সব দেখতে পারছিলাম। কিন্তু ভান করছিলাম যে আমি কিছুই দেখি না। আমাকে সবাই চিকিৎকার দিয়ে বলতে ছিল ডানে যা বায়ে যা, সামনে যা। আমি তো তাদের কথা মত তাই করছিলাম। যাতে করে কেউ আবার ধরে ফেলতে না পারে। আর আস্তে আস্তে সেই পাতিলের সামনে গিয়ে দিলাম এক বাড়ি। যাতে করে পাতিলটাও ভেঙ্গে গেল।
কিন্তু কি জানেন? কে যেন এই সত্য কথা বলে দিয়েছিল। আর পুরুস্কার? পুুরুস্কার তো দূরের কথা।মারামারি থামায় কে। এ তার চুল ছিড়ে, সে তার চুল ছিরে। আরে ছেলে বেলায় তো আগে অনেক চুল ছেড়াছিড়ি হতো। যাই হোক আমি কিন্তু সেখানে রইলাম না। এক ঝাটকায় চলে গেলাম বাসায়। আর এদিকে আবার নতুন করে হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হলো। আর আমার কপালও পুরলো। জীবনে আর হাড়ি ভাঙ্গা খেলার পুরুস্কার আমার পাওয়া হলো না। মনের দুঃখ মনেই রয়ে গেল।
শেষ কথা
শেষ কথা
সত্যি বলতে মুছে যাওয়া দিন গুলো আমায় যে পিছু ডাকে। তাই তো মনে ইচ্ছে জাগে একবার যদি সুযোগ পেতাম তাহলে আবার শৈশবে ফিরে যেতাম। আপনাদের ইচ্ছে কি একটু জানাবেন তো। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে। আপনি আপনার ছেলে বেলার ঘটনাকে বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আবার আপনার কথা গুলো পড়ে বেশ মজাও পেলাম আপু্ ধন্যবাদ সুন্দর এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
শৈশবের দিনগুলো সত্যিই অনেক আনন্দের ছিল। খেলাধুলা থেকে শুরু করে অনেক সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি এখনো মনের কোণে উঁকি দিয়ে যায়। সেই সুন্দর মুহূর্তগুলো এখনো অনেক মনে পরে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপু।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আসলে আমরা শৈশবের যে মুহূর্তগুলো উপভোগ করে থাকি তা একেবারে অন্যরকম হয়ে থাকে৷ এই শৈশবের কথাগুলো যখন মনে পড়ে তখন অনেক ভালই লাগে৷ আজকে আপনি সেরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।