কবিতা পোস্ট- স্ব-রচিত কবিতা- রমণী || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
![White and Green Simple Professional Business Project Presentation.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmae35RVXry6L2HwuvDYtD8JpZLFrse6wsWkT2TyMTYKZE/White%20and%20Green%20Simple%20%20Professional%20Business%20Project%20Presentation.png)
নারী হলো মহান আল্লাহ্ এর এক বড় নিয়ামত। নারী হলো কন্যা, যায়া জননী। নারী হলো মমতাময়ী। নারীর স্পর্শে পৃথিবী হয়ে উঠে আলোকিত। একজন নারীই পারে একটি সংসার কে সুন্দর করে গড়ে তুলতে। নারীর ভালোবাসায় হাজারও পুরুষ ফিরে পায় নতুন জীবন। আর তাই তো নারী যেমন মা হয়ে একজন ভালো সন্তান গড়ে তুলতে পারে, তেমনি করে নারী তার প্রেম আর ভালোবাসায় একজন ভালো স্বামীও পেতে পারে। নারীর কমোলমতী মন দিয়ে সে পৃথিবীকে সুন্দর করে দেখে। আর তাই তো আজ ভাবলাম যে এমন মহয়সী যে জন তাকে নিয়ে একটি কবিতা লেখা হলে কিন্তু খারাপ হয় না। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের কবিতাও আপনাদের মন কে ছুঁয়ে দিবে।
রমণী সে তো হলো,
কন্যা যায়া আর জননী,
প্রেমের এক অপরূপ রূপবতী,
আর এক মায়ার বাধঁন।।
রমণীর চোখের প্রেমে,
হৃদয়ের কথার মালায়,
প্রেমিক পরুষ ভাই,
হয় যে দিশেহারা।।
রমণী নয় সে তো অবহেলার,
রমণী হলো ভাই ভালোবাসার,
রমণী হলো ভাই আত্মত্যাগী,
যার প্রেমে সমস্ত পৃথিবী বিবাগ।।
রমণীর স্পর্শে জাগে
কত শত মন,
ভালোবাসার ছোঁয়া দিয়ে
গড়ে রঙিন ভবন।।
রমণীর দুচোখের স্নিগ্ধ চাওয়া,
হৃদয়ের গভীরে জাগিয়ে তোলে,
অতৃপ্ত প্রেম আর ভালোবাসা,
আর একগুচ্ছ আবেগের ছোয়া ।।
রমণী নয় কো ভাই,
অবহেলার ঘর,
ভালোবাসা পেলে তারা,
করে সব আপন।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
![3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmW8FXcfJENDdMBWZnr8CtLVbkPkY9BuaPkYpReY3n1wwH/3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM%20(1).gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
![witness_proxy_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
Twitter
বাহ একদম ভিন্ন রকম একটি কবিতা শেয়ার করেছেন আপু। আসলে রমণীর রূপে পড়েই অনেক ভাইয়ের সর্বনাশ হয়। ভালো রমণীর থেকে ভালো কিছু আশা করা যায়।আর খারাপ রমণী থেকে ভালো কিছু কখনো আশা করা যায় না।যাইহোক ভিন্ন ধরনের একটি কবিতা পড়তে পারলাম অনেকদিন পর ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের রমণী কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল। সুন্দর টপিক নিয়ে লিখেছেন পুরো কবিতা।
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার স্বরচিত কবিতা রমনী পড়ে অনেক ভালো লাগলো। বেশ দারুণ লিখেছেন আপু।
প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল। রমণীর সংস্পর্শে অনেক ভালো কিছু হয়। তবে রমণী নয় অবহেলার ভালোবাসা পেলে তারা সবকিছু করে আপন। দারুন লিখেছেন আপু।ধন্যবাদ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।
নারীদের নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতার লাইন গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। দারুন ছিল আপনার লেখা কবিতাটা। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য। কবিতাটা সত্যিই অসাধারণ হয়েছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
কবিতাটি রমণীর প্রতি এক গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার অমোঘ প্রকাশ। এখানে রমণী কেবল নারীত্বের প্রতীক নয়, বরং ভালোবাসা, আত্মত্যাগ ও মায়ার এক জীবন্ত রূপ। রমণীর চোখের প্রেম, তার স্পর্শের শক্তি এবং তার মধ্যে যে আবেগ এবং প্রেমের প্রবাহ রয়েছে, তা তুলে ধরেছেন অত্যন্ত কোমলভাবে। ধন্যবাদ কবিতা টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
দুর্দান্ত হয়েছে আপনার আজকের কবিতাটি। কবিতা পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। যদিও আমি এখনো কখনো কবিতা লিখিনি তবে আমিও চেষ্টা করছি কবিতা লিখার।। আমাদের নারী জাতি নিয়েও দুর্দান্ত একটি কবিতা লিখেছেন সেটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ আপু চমৎকার ভাষা দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি সত্যি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি একদম ঠিক বলেছেন নারীর স্পর্শ পেলে অনেক পুরুষ ভালো হয়ে যায়। আবার একজন নারী পারে সংসার সুখী করতে। চমৎকার ভাবে রমণী কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।
সৃষ্টিকর্তা নারী জাতিকে একটা আলাদা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যার ভিতরে রয়েছে সবকিছু সহ্য করার তীব্র ক্ষমতা। কবিতার কথাগুলো অনেক সুন্দর এবং সাবলীল ছিল আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।