জেনারেল রাইটিং:-"সু সময়ে অনেকে বন্ধু বটে হয়"II written by @maksudakawsarII
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচ্ছে সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তাই ব্যস্ততার পরিমানও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকাল যেন জীবনের সাথে যুদ্ধ করেই জীবন পার করতে হচ্ছে। তবুও সময় করে বসে পড়লাম আপনাদের জন্য একটু লেখালেখি করার জন্য। আমি আশা করি আজকের ব্লগ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সব সময় চেষ্টা করি ভালো ভালো ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
Canva দিয়ে তৈরি
দিন যতই যাচ্ছে আমাদের চারদিকের পরিবেশ যেন বেশ কঠিন হয়ে যাচ্ছে। চারদিকে এখন সত্যিকারের মানুষ খুঁজে পাওয়াটাই যেন বেশ মুশকিল হয়ে যাচেছ। মুশকিল হয়ে যাচেছ সহজ ভাবে পথ জীবন পার করা। মানুষের ভিতরের বিশ্বাসগুলো আজকাল ঠুনকো কাচেঁর মত করে ভেঙ্গে যাচ্ছে বার বার।এখন তো মানুষ বেশীর ভাগ সময় একা বাঁচতে আর একা চলতেই পছন্দ করে। কারন পাশের মানুষটিকে তো বিশ্বাস করাটাই কঠিন।
সত্যি বলতে লক্ষ্য করলে দেখা যায় যে মানুষের যখন ভালো সময় যায় তখন তার বন্ধুর অভাব হয় না। আবার হিতা কাঙ্খিরও অভাব হয় না। তখন মোবাইল আর ফোন রিসিভ করতে করতে দিন সারা। আবার এত এত আদর আর ভালোবাসা পাওয়া যায় যে নিজেকে মানুষ সবচেয়ে সুখী ভাবতে শুরু করে দেয়। মানুষ ভাবে যে সবাই বুঝি তার প্রকৃত বন্ধু। রঙিন চশমা দিয়ে পৃথিবীকে দেখতে শুরু করে মানুষ। কখনওই বুঝতে পারে না যে তার চারপাশের যত সুখ আর আনন্দ সব কিছুই মেকি।
ক্ষমতার উচ্চ শিকড়ে থাকা মানুষগুলো শুধু ভেবেই সারা যে তার কর্মের জন্য মানুষ তাকে ভালোবাসে। কিন্তু আফসোস যে এমন বোকা মানুষগুলোর মধ্যে একবারও উপলব্দি হয় না যে এত আদর আর ভালোবাসা কেবল তার ক্ষমতা আর সুসময়ের। তার নিজের কোন সম্মান নাই। তার কর্মের জন্য কেউ তাকে সম্মান করে না। কারন আজকাল তো মানুষ মানুষকে নয়, মানুষের কর্ম কে নয়, বরং সম্মান করে মানুষের সময় কে আর ক্ষমতাকে।
ক্ষমতার উচ্চ শিকড়ে থাকা মানুষ গুলো কে এক সময়ে যারা সমাদর করতো, যাদের আদর ভালোবাসা আর সম্মান পেয়ে মানুষটির সময় যেত, সেই মানুষটি যখন সব হারিয়ে বিপদে পড়ে তখন তাকে সময় দেওয়া তো দূরে থাক, বরং বিপদের জন্য সাহায্য করার মত মানুষও খুঁজে পাওয়া যায় না। তখন যেন সেই মানুষগুলোর রূপ বদলে যায়। তারাই হয়ে পড়ে অপরিচিত। হাজার বার নক করেও তাদের কে আর খুঁজে পাওয়া যায় না। আর দেখা তো দূর কে বাত।
সত্যি বলতে ভালোবাসা আর আদর দিয়ে আজকাল মানুষের মন পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তাও সাময়িক। আজকাল মানুষের মন আর আদর ভালোবাসাগুলো স্বার্থের কাছে বন্দী। যেখানে যার স্বার্থ থাকে সেখানেই মানুষ বিচরন করে। স্বার্থ ফুরিয়ে গেলে যেন মানুষ মানুষ কে চিনতেই চায় না। আর উপকার করবে তো সেটা কল্পনার বাহিরে। আর এমন অবস্থা যেন চারদিকে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কমে যাচেছ মায়া মমতা আর ভালোবাসা।
আর সেই কারনেই আজকাল মনে হয় যে সু সময়ে অনেকে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারও নয়। নয় ভালোবাসার, নয় স্বার্থের আর নয় উপকারের। নিজের দুঃসময় গুলোকে নিজেকেই পাড় করতে হয় মেধা আর শক্তি দিয়ে। সেই সাথে তো আছে ধৈর্য্য। একমাত্র উপর ওয়ালার সহায়তায় মানুষকে তার দুঃসময় গুলো কে পাড় করতে হয়। মানুষের সহায়তার কথা চিন্তা করে শুধু শুধু মিছে কষ্ট পাওয়ার নামই যন্ত্রণা। আর আমাদের উচিত এমন গন্ডি গুলো নিজেদের মেধা দিয়ে পাড় করে নেওয়া।
জানিনা কেমন লাগলো আমার আজকের টপিকটি। আশা করি আমার মত করে মনে করেন যে সু সময়ে অনেকে বন্ধু বটে হয়? ভালো থাকবেন, সুখে থাকবেন। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
এই কথাটা আপনি একেবারে সত্যি বলেছেন আপু। মানুষ এখন খুব স্বার্থপর হয়ে গেছে। কেউ আর কারো জন্য বন্ধু হয়ে পাশে থাকে না। তবে সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায়। কিন্তু সংকটে পড়লে সেই সব বন্ধু অনেক দূরে চলে যায়।
Twitter
আ্পু একেবারে সময় উপযোগী পোস্ট করেছেন। আমি কিন্তু আপনার সাথে একে বারে একমত। আমাদের জীবনে যখন ভালো সময় চলে তখন বন্ধুর অভাব হয় না। কিন্তু আমরা যখন সমস্যায় পড়ি তখন আর কাউকেউ খুঁজে পাওয়া যায় না।ধন্যবাদ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনি ঠিকই বলেছেন আপু মানুষের যখন ভালো সময় যায় তখন কোন বন্ধুর অভাব হয় না। বন্ধু না থাকলেও দেখা মেলে হাজারো বন্ধুর। কিন্তু যখন খারাপ সময় আসে তখন আসল মানুষ চেনা যায় কে প্রকৃত বন্ধু। বর্তমান সময়টা হয়ে গেছে স্বার্থের তাই ভালোবাসা আদর দিয়ে কিছুই হয় না। দুঃসময় অনেকে বন্ধু বটে হয় দারুন লিখেছেন আপু। ধন্যবাদ আপু।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এখনকার সময়ে আপনি মানুষের কাছ থেকে যেটা পাবেন সেটা শুধু স্বার্থের বিনিময়ে। স্বার্থ ছাড়া আপনি কোন কিছুই পাবেন না কেউ দিতে চাইবে না। সু সময়ে বন্ধুর অভাব হয় না, কিন্তু নিজের দুঃসময় এর সময় কেউ পাশে থাকে না। তাই সর্বদা চেষ্টা করতে হবে নিজেকেই নিজের করে গড়ে তুলতে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।