কবিতা পোস্ট স্ব-রচিত- কবিতা- $PUSS এর কদর || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। নিজেকে বির্সজন দিতে হয় অভিনয়ের কারাগারে। সারাক্ষণ ভালো থাকার মেকি হাসিতে যে কত মানুষ বেঁচে আছে তার হিসাবে নেই।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।

image.png

image.png

আমাদের ফাউন্ডার @rme দাদা খুব আনন্দ প্রিয় মানুষ সেটা হয়তো এতদিনে আমরা সবাই বেশ বুঝে গেছি। কিন্তু তার এই আনন্দটাই হয়তো তার জীবনে অনেক সাফল্য বয়ে এনেছে। দাদা আবিস্কার করে চলছেন নতুন নতুন কিছু। যা সাধারণ ইউজার হিসাবে আমাদের খুব উপকারে আসে। তাইতো হয়তো একদিন খেলার ছলেই দাদা আমাদের জন্য আবারও আবিস্কার করলেন $PUSS কয়েন নামে নতুন একটি যাদুকরী কয়েন। যার ভালোবাসায় গোটা আমার বাংলা ব্লগ আজ আনন্দে ভাসছে। আশা করছি নতুন এই কয়েনটি ঘিরে আনন্দ কিছু দিনের মধ্যে বিশ্ব ব্য্যাপী ছড়িয়ে পড়বে। কারন ইতিমধ্যেই $PUSS ক্রিপ্টোকারেন্সী মার্কেটে অনেক দূর এগিয়ে গেছে। আর যেদিন থেকে এই কয়েনটির নাম শুনেছি সেদিন থেকেই তো আমি এর প্রেমে পড়ে গেছি।যদিও আমি ব্লগ চেইন সম্পর্কে এত কিছু বুঝি না, তবুও এতটুকু বুঝি যে এই কয়েন আমাদের আগামীর ভবিষৎ। তাই তো কয়েনটি নিয়ে দু চার লাইন কবিতা না লিখে আর থাকতে পারলাম না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের কবিতা।

image.png

স্ব-রচিত কবিতা
$PUSS এর কদর

লেখা- মাকসুদা কাউসার

নতুন নতুন ভাবতো সবাই,
$PUSS এর কিসের কদর?
$PUSS দিয়ে ভাই কি হবে আর?
মার্কেট যখন নিথর।।

সবার মত আমিও ভাবি,
$PUSS কিনে কি হবে গতি?
অর্থ করি সবই যাবে,
স্বপ্ন গুলো ভেঙ্গে যাবে।।

হায়রে কপাল এখন ভাবী,
$PUSS হলো ভাই বড় খেলাড়ী,
সবার ভুল ভেঙ্গে দিয়ে,
$PUSS চলেছে আকাশ পানে।।

ধরতে গিয়ে $PUSS এর বাজার,
সবাই এখন হচ্ছে মাতাল,
ভাবছে সবাই $PUSS কিনে ভাই,
গড়বে জীবন স্বপ্ন এটাই।।

$PUSS এর এখন কদর কত,
ভালোবাসে শত শত,
বেচাকেনায় সেরা যে $PUSS,
তাই তো এখন সবাই বেহুস।।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আমার আজকে কবিতাটি আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Sort:  
 2 days ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে $PUSS টোকেন নিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন খুবই সুন্দর ভাবে সহজ সরল ভাষায় আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে প্রথম দিকে আমরা কদর না করলেও এখন বর্তমান সময়ে আমার বাংলা ব্লগের ইউজারসহ প্রায় ইনভেস্টর $PUSS টোকেনের কদর দিতে শুরু করেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 4 hours ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

আমাদের সকলের প্রিয় পুস কয়েন ইতিমধ্যে সবার মনে জায়গা করে নিয়েছে এবং বিশ্বব্যাপী এর কদর বেড়েই যাচ্ছে।পুস কয়েন নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 hours ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 days ago 

Puss কে নিয়ে ভীষণ সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন কবিতা টা। Puss সত্যিই অনেকটাই এগিয়ে গিয়েছে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 4 hours ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

আপু আজ আপনি পুশ নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আমাদের সবার ভালোবাসার পুশ নিয়ে লেখা কবিতাটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই সুন্দর অনুভূতি গুলো তুলে ধরেছেন আপনি এই কবিতার সবগুলো লাইনের মধ্যে। পুশের প্রতি আমাদের সবার আলাদা ভালোবাসা রয়েছে।

 4 hours ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

ঠিক বলেছেন, পুসের এখন অনেক কদর। পুস আমাদের মনে জায়গা করে নিয়েছে। পুসকে নিয়ে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই। পুস কয়েন আমাদের সবার স্বপ্ন পূরণ করবে এই কামনাই করি। আজ আপনি পুস কয়েনকে ঘিরে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতা লাইনগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 4 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09