"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮ || আমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। ব্যস্ততা আর অসুস্থ্যতা জীবনটাকে একেবারে কোন ঠাসা করে দিয়েছে। কত সুন্দর ছিলাম প্রিয় কমিউনিটির সবার মাঝে। কিন্তু কি যেন হয়ে গেল চাইলেও আর আগের মত করে একটিভ থাকতে পারি না। তবুও চেষ্টা করে যাবো সব সময়ই প্রিয় কমিউনিটির সকল কিছুতে নিজেকে সম্পৃক্ত করে রাখার জন্য। তাই তো আজও চলে আসলাম আমার বাংলা ব্লগ পরিবারের নতুন প্রতিযোগিতার অংশ হতে। হয়তো আর সবার মত করে এমন দারুন কিছু উপহার দিতে পারবো না তবুও এই শেষ মূহূর্তে এসে হাজির হলাম কিছু একটা উপহার দিবো বলে।

যেদিন শুনলাম যে এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেদিনই আপনাদের ভাইয়া কে বলে রেখে ছিলাম একটি সুন্দর ফুলের নার্সারী খুঁজে বের করতে। যাতে করে প্রিয় কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে সবার সামনে উপস্থিত হতে পারি। আর তাই তো গতকাল বিকেলে স্ব-দলবলে আয়োজন করে চলে গিয়েছিলাম পছন্দের একটি নার্সারীতে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য। গিয়ে কিন্তু ডাবল লাভ হয়েছে। একদিকে প্রতিযোগিতার জন্য কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করলাম আর অন্য দিকে আপনাদের ভাইয়ার পকেট খালি করে বেশ পেট ভরে নাস্তাও করলাম। সে বিষয়ে অবশ্যই একদিন আপনাদের সাথে পোস্ট শেয়ার করবো। যাই হোক চলুন আজ কি ফটোগ্রাফি করলাম সেটা না হয় একবার এক ঝলক দেখে আসি।

image.png

আমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি

image.png

image.png

image.png

image.png

image.png

image.png

গোলাপ হলো ফুলের রানী। আর এই গোলাপ ফুল কোন এক সময়ে প্রেম বা ভালোবাসার নিশানা হিসাবে সকলের কাছে প্রিয় ছিল। আজও গোলাপের প্রতি মানুষের ভালোবাসার কোন কমতি নেই। কোন এক সময়ে আমরা শুধুমাত্র লাল গোলাপের কথাই শুনেছি। কিন্তু আজকাল চারদিকে চোখ মেললেই কিন্তু নানা রকমের গোলাপের সমারোহ দেখতে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে , লাল কালো হলুদ ইত্যাদি। তাই তো কিছু গোলাপের ফটোগ্রাফি সেদিন করে নিয়েছিলাম।

image.png

image.png

image.png

এই ফুলগুলো কিন্তু আমরা সবাই চিনি। আমি যদিও এর আগে এই সূর্যমুখী ফুল এমন করে সামনা সামনী দেখিনি। তবে সেদিন যখন নার্সারীতে ফটোগ্রাফি করতে গিয়েছিলাম সেদিন কিন্তু এত সুন্দর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করতে একদম ভুল করিনি। যদিও নার্সারীর মালিক তার ফুলের ডালা ভেঙ্গে যাওয়ার ভয়ে ফুলের ফটোগ্রাফি করতে দিতে চাইছিল না। তবুও আমি এক রকমের ডাকাতের মত করেই এগুলোর ফটোগ্রাফি করে নিয়ে ছিলাম।

image.png

image.png

image.png

image.png

image.png

সত্যি বলতে ফুল হলো মনের শান্তি। আর তাই তো সেদিন যখন নার্সারীতে হলুদ, গোলাপী বিভিন্ন রকমের ফুল গুলো আমার চোখে পড়ছিল তখন খুব মন চাইছিল যে এমন দারুন ফুল গুলোর নাম তো যেনেই নেওয়া যায়। বেশ কষ্ট করে এসব নাম না জানা কতগুলো ফুলের নাম সেদিন জানতে পেরেছিলাম। যার মধ্যে নাকি স্বর্ণ মল্লিকাও রয়েছে। আসলে যদিও ঘরের বাহিরে অনেক যাওয়া হয় তবুও এমন সুন্দর সুন্দর ফুলের নাম না জানাটা কিন্তু বেশ লজ্জার বিষয়ও বলতে হয়।

image.png

image.png

এই ফুল গুলো তো আপনারা সবাই কমবেশী চিনেন। গুলোর নাম মনে হয় মাইক ফুল। বিভিন্ন রং এর এই ফুল গুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর আকর্ষনীয় হয়ে থাকে। গ্রাম বাংলায় এমন ফুল তুলে রমনীরা খোপায় ব্যবহার করে থাকে। আর শীতকালের এই সময়েই এই ফুল গুলো বেশ করে দেখা যায়। আর সেদিন যখন এমন সুন্দর ফুলগুলো চোখে পড়লো তখন কিন্তু কিছুটা হলেও চেষ্টা করেছি আপনাদের কে খুশি করার জন্য এই ফুলের ফটোগ্রাফির মাধ্যমে।

image.png

image.png

image.png

সেদিন যেই নার্সারীতে ফটোগ্রাফি করতে গিয়েছিলাম সেখানকার সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো কিছু সুন্দর সুন্দর ফুল ঝুলিয়ে রাখার দৃশ্য। তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুইঁ। আর এমন সময়ে অসাধারন কিছু ফুল যখন দেখলাম মাটির হাড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে তখন বেশ ভালো লাগতে শুরু করলো । আর তাই তো চেষ্টা করলাম সেই ঝুলন্ত হাড়ির ফুল গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।

image.png

image.png

image.png

এই সময়ে জংলী ফুল কিন্তু বেশ দেখা যায়। আর আমার কাছে মাঠে মাঠে ছড়িয়ে থাকা এমন ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেদিন যখন নার্সারীতে বেশ কিছু এমন জংলী ফুল দেখলাম তখন আর হাতের মোবাইলটি থামিয়ে রাখতে পারিনি। ভাবলাম নাচতে যখন নেমেছি তখন তো একটু হাটুটা ভিজাতে হয়। মানে কয়েকটি জংলী ফুলের ফটোগ্রাফিও শেয়ার করা চাই।

image.png

image.png

image.png

image.png

image.png

image.png

image.png

এখন যে ফটোগ্রাফি গুলো দেখছেন এগুলো আমি সেদিন যখন এমবিবিএস ভর্তি পরীক্ষার দায়িত্বের কাজ করতে গিয়েছিলাম তখন প্রতিযোগিতার কথা মনে করে শেরে- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে করেছিলাম। কারন শীতের সময়ে এই ফুলগুলো গাছে বেশ সুন্দর করে ছড়িয়ে থাকে। আর দূর হতে এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আশা করি আমার মত করে আপনাদের কাছেও এমন দারুন ফুল গুলো ভালো লাগবে।

image.png

image.png

image.png

image.png

image.png

আজকের ফটোগ্রাফি প্রতিযোগিতার সব শেষ যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলোর মধ্যে শুধু জবা আর সরষে ফুল ব্যতীত অন্য ফুল গুলো আমার কাছে অচেনা। আমি জানি আপনারা অনেকেই এই ফুলগুলোর নাম বেশ সুন্দর করে বলে দিতে পারবেন। আমি জাস্ট চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য। তবে নার্সারীতে যখন দেখছিলাম তখন কিন্তু ফুলগুলো দেখতে আমার কাছে দারুন লেগেছে।

device : vivo y 202s

লোকেশন

বন্ধুরা যদিও ব্যস্ততার কারনে দূরে থাকতে হয়। তবুুও প্রতিটি মূহূর্তে আমার প্রিয় কমিউনিটি আমার হৃদয় জুড়ে থাকে । তাই তো হাজার কষ্ট সয়েও বহু দূর হতে এই ফটোগ্রাফি গুলো যোগাড় করেছি। কারন এমন একটি প্রতিযোগিতা তো বছরে একবারই আসে তাই না? তাই আমার হাজারও ভুল গুলো ক্ষমা করে দিয়ে আমার পোস্টটি আপনাদের মনের মাঝে জায়গা করতে পারলেই আমার স্বার্থ
কতা। সকলেই ভালো এবং সুস্থ থাকবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 days ago (edited)

শীতকালে প্রকৃতি নতুনভাবে সেজে উঠে। বিশেষ করে শীতকালীন ফুলের সৌন্দর্য দেখতে বেশি ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।

 7 hours ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago (edited)

পুরো বিশ টি ফুলের সমারোহ নিয়ে আজকের পোস্টটিকে সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি হওয়াতে দারুন লেগেছে আমার কাছে শীতকাল উপলক্ষে দুর্দান্ত কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ।আপনার পুরো পোস্টটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 7 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

প্রথমে আপনার জন্য রইল অনেক অনেক অভিনন্দন। সত্যি আপু হঠাৎ করে কি হলো আপনার রোগ আপনার পিছু ছাড়ছে না। আপনার সুস্থতা কামনা করছি। আর দোয়া করছি প্রথমদিকে যেভাবে এই কমিউনিটিতে কাজ করতেন। সেরকম ভাবে আবার আমরা আপনার কাজগুলো দেখতে পাবো। আমার একটু পৌঁছাইতে দেরি হইছে আর এর মাঝে আপনি ফুলগুলি কই পাইলেন। আপনে তো দেখছি ফুলের বিলাস নিয়ে হাজির হয়েছেন আমাদের মাঝে। প্রতিটা জাস্ট অসাধারণ আপু।

 7 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 
 2 days ago 

1000013896.jpg

 15 hours ago 

আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার কনটেস্ট অংশগ্রহণ করা দেখে ভালো লেগেছে আমার কাছে। চমৎকার এই ফুলগুলো দেখে মুগ্ধ হয়ে। বেশ দারুন দারুন ফুলের ফটোগ্রাফি দেখিয়েছেন আমাদের।

 7 hours ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 103181.73
ETH 3249.37
SBD 5.33