|| শুভ জন্মদিন রবিন্দ্রনাথ ঠাকুর। ||

in আমার বাংলা ব্লগ5 months ago


আসসালামু আলাইকুম



আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো " আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী।"নিয়ে।

Minimal Paper Coming Soon Instagram Post _20240508_141950_0000.png


শুভ জন্মদিন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ ভানুসিংহ ঠাকুর। বাঙালির পক্ষে এ গর্ব করার মতোই দিন।
আজ ২৫শে বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ। আজ থেকে ঠিক ১৬৩ বছর আগের এই দিনেই জন্ম নিয়েছিলেন বাঙালি সত্তা ও সংস্কৃতির মহানায়ক, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার জাতীয় সংগীতের রচয়িতা আমাদের প্রিয় রবি ঠাকুর। তিনি বরাবরই ছিলেন এক স্রষ্টা, যার সৃষ্টির জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল এই বিশ্ববাসী । যিনি বাঙালির সুখ, দুঃখ, আবেগ,অনূভুতির সবটা জুড়ে যার অবস্থান করে চলেছেন।
১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।খুবই অল্প বয়সেই কবিগুরু তার মমতাময়ী মা কে হারান। বাবার সাথেও তেমন যোগাযোগ ছিলো না কবিগুরুর। শৈশবে কবি একাকি অবস্থান করে নিজেকে জড়িয়ে নেন বাঙালি সাহিত্যের দিকে।
কবিগুরুর শিক্ষাজীবন শুরু হয় বাড়িতেই। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাতে তেমন মনোযোগী ছিলেন না।প্রাতিষ্ঠানিক শিক্ষা কবিকে তেমন আকর্ষণ করে নি।তাই কবি কিছুকাল পর থেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দেন।
মাত্র আট বছর বয়স থেকেই কাব্যরচনা শুরু করেন তিনি। নয় বছর বয়সেই 'ম্যাকবেথ' অনুবাদ করেন কবিগুরু।


Beige Vintage Scrapbook Torn Paper Daily Quote Poster_20240508_142149_0000.png


তবে কবিগুরু ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি দেন ১৮৭৮ সালে । কিন্তু সে পড়াও তিনি শেষ করতে পারেন নি।সাহিত্য চর্চার টানে ফিরে আসেন আবার দেশে।কবিগুরু অনেক লেখালেখি করেন যা গুণে শেষ করা যাবে না।তবে বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় , ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮ টি নাটক, ১৩ টি উপল্যাস ও ৩৬ টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন, ৯৫টি ছোটগল্প এবং ১৯১৫ টি গানের রচয়িতা বিশ্বকবি। মাত্র ১৯বছর বয়সে রচনা করেন বনফুল কাব্যগ্রন্থ। ১৯১০ সালে রচনা করেন গীতাঞ্জলি কাব্য। যা ১৯১৩ সালের ১৩ ই নভেম্বর এনে দেয় নোবেল পুরষ্কার।
১৮৮৯ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে জমিদারি পরিচালনা করেন।
সমগ্র ভারত উপমহাদেশে আজ নানা আয়োজনে বাঙালির প্রাণের কবির ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে।বিশ্বকবির এই জন্মদিনে প্রাণভরে স্মরণ করছি আমাদের গর্ব আমাদের অহংকার কবিগুরুকে। যিনি মিশে আছেন আমাদের আত্মার সাথে। যার সাথে আমাদের সম্পর্ক অনেক গভীরে।সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পথে অভিসারী হয়ে ওঠার প্রেরণা যুগিয়ে বিশ্বকবি চির জাগ্রত থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে।
আমাদের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি। " রচনা করে তিনি চির স্মরণীয় হয়ে আছেন আমাদের হৃদয়ে ।তার অসংখ্য কাব্যগ্রন্থ আমাদের বাংলাভাণ্ডারকে বৃদ্ধি করছে।আধুনিক বাংলা সাহিত্যের জনক উনি।যার রচিত উপন্যাস আমাদের পঠিত বিষয়বস্তুর মধ্যে অন্যতম।কবিগুরুর রচয়িত গান বাংলার মানুষের আবেগ ভালোবাসায় মিশে রয়েছে। যতোদিন বাঙালি জাতি টিকে থাকবে ততোধিক রবিন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে গেঁথে থাকবেন।
কবিগুরু দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।


IMG_20240508_142625.png


ছবিগুলো তৈরি করতে ব্যবহার করেছি :

DeviceOppo A95
Designermahmudul01
AppCanva

২৫ শে বৈশাখ আজকের এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আবারও নতুন করে প্রতিটি পাঠকের হৃদয়ে, চিন্তার জগতে আধুনিকতার উন্মেষ ঘটাক এই আশা রেখে আমি আমার ব্যক্তিগত এবং আমার প্রিয় " আমার বাংলা ব্লগ"এর পক্ষ থেকে সকলকে জানাই কবিগুরুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।

Sort:  
 5 months ago 

আসলে আমরা বেশিরভাগ মানুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন সম্পর্কে জানি না। আপনি আজকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন উপলক্ষে বেশ কিছু লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতের লেখা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগ যুগ ধরে বাঙালির মনের মধ্যে একটু পাবে সব সময়।

 5 months ago 

হ্যাঁ অবশ্যই।কবিগুরু আমাদের হৃদয়ে থেকে যাবেন আজীবন। ধন্যবাদ আপনাকে মনোযোগ সহকারে পড়ার জন্য।

 5 months ago 

রবীন্দ্রনাথ ঠাকুর আমার অনেক পছন্দের একজন কবি, তবে আজকে যে ওনার জন্মদিন ছিল এটা আমার একদম মাথায় ছিল না , যাই হোক আপনার পোষ্টের মাধ্যমে এটা মনে পড়ে গেল। বাংলা সাহিত্য ওনার অনেক কৃতিত্ব রয়েছে যে কৃতিত্বগুলো অনেক কিছুই আপনি
পোষ্টের মধ্যে তুলে ধরেছেন এটা দেখে খুবই ভালো লাগলো।

 5 months ago 

ধন্যবাদ আপনাকে মনোযোগ সহকারে পড়ার জন্য।

 5 months ago 

আজকে যে প্রিয় কবি রবি ঠাকুরের জন্মদিন ছিল এটা কিন্তু আমার মোটেও স্মরণে ছিল না। আপনি সেই বিষয়ে খুব সুন্দর একটি ব্লগ লিখেছেন দেখে ভালো লাগলো। আশা করব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমাদের মাঝে উপস্থিত থাকবেন সব সময়।

 5 months ago 

জ্বি অবশ্যই।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।দোয়া করবেন।আপনাকেও অশেষ ধন্যবাদ সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।

 5 months ago 

নির্দিষ্ট কোন তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে সেটা তথ্যসূত্র উল্লেখ্য করাটা জরুরী এই বিষয়টির প্রতি খেয়াল রাখার অনুরোধ করছি।

এছাড়াও ইতিপূর্বে মার্ক ডাউনের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেটা এখনো ঠিক হয় নাই, তাই সেই লাইনগুলো আবারও তুলে ধরলাম।

প্যারাগ্রাফগুলোর মাঝে কাংখিত ফাঁকা থাকছে না, একটি প্যারাগ্রাফ অন্যটির সাথে লেগে যাচ্ছে। ইতিপূর্বে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিলো, আপনি চাইলে এবিবি স্কুলের লেভেল-৩ এর লেকচার শীটটি দেখতে পারেন, সেখানে এই বিষয়ে আইডিয়া পাবেন। এছাড়া লেখার পরিমান একটু বৃদ্ধি করলে ভালো হয়। ধন্যবাদ। নিচে লেকচার শীট এর লিংক দেয়া হলো-

https://steemit.com/hive-129948/@abb-school/level-03-lecture-sheet

 5 months ago 

তথ্যসূত্রের বিষয়টি হলো রবিন্দ্রনাথ ঠাকুর এর এই তথ্যগুলো ছোট থেকে আজ পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়ে আসছি।আর এগুলো নিয়ে অনেক আর্টিকেল রয়েছে।নির্দিষ্ট খ্যাতনামা ব্যাক্তি হওয়ায় সবাই সেইম তথ্য ইউজ করে তাই কোনো সোর্স এড করি নাই।
আর মার্কডাউনের বিষয়টি অতীতেও অবগত করেছেন।আমিও চেষ্টা করেছি।ভবিষ্যতে আরো করবো ইনশাআল্লাহ আশানুরূপ পরিবর্তন করতে সম্মত হবো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61949.37
ETH 2415.67
USDT 1.00
SBD 2.65