সূর্য তাঁর কাছের গ্রহটিকেই সবচেয়ে বেশি পোড়ায়।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)


আসসালামু আলাইকুম




আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো "আমার ব্যক্তিগত একটা অভিমত "নিয়ে।আজকের এই পোস্টে আমি কেবল আমার নিজের ব্যক্তিগত ছোট্ট অভিজ্ঞতার আলোকে কথা বলবো।অনেকের সাথে নাও মিলতে পারে।আমি ছোট্ট মানুষ ছোট্ট অভিজ্ঞতার আলোকেই শেয়ার করছি।কেউ দ্বিমত পোষণ করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মন্তব্য করে আমাকে ভুল ধরিয়ে দিবেন।এতে আমি উপকৃত হবো।কৃতজ্ঞ থাকিবো।

pexels-photo-1280162 (1).jpeg
সোর্স


সূর্য তাঁর কাছের গ্রহটাকেই সবচেয়ে বেশি পোড়ায়।
এই কথাটার একটা খুব সুন্দর অপ্রিয় সত্যতা রয়েছে।আমরা আমাদের কাছের মানুষগুলোকেই প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকি।আমরা যার যতোটা কাছের থাকি, তাকেই ততোবেশি কষ্ট দিয়ে থাকি বা যে মানুষটা আমাদের সবচেয়ে বেশি কাছের হয়ে থাকে আমাদের মনে যার স্থান থাকে সেই মানুষটার দ্বারাই আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকি।কারণ আমরা মানুষ,আমরা প্রতিদানে কষ্ট দিতেই ভালোবাসি।

আমি আমার কথাই বলি :

আমি যে মানুষগুলোর জন্য সবচেয়ে বেশি উপকার করেছি বা উপকারে আসার চেষ্টা করেছি। যে মানুষগুলোকে নিজের সবচেয়ে কাছের মনে করতাম।যে মানুষগুলো ছাড়া ঘর থেকে বের হইতাম না।যে মানুষগুলোকে ছাড়া আড্ডা দিতাম না।কোথাও ঘুড়তে যেতাম না।যে মানুষগুলোর জন্য সবকিছু করতে পারতাম সেই মানুষগুলোই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।সেই মানুষগুলোই আমার থেকে দূরে সরে গিয়েছে।হয়তো তাদের সাথে সম্পর্কটা আমার একপাক্ষিক ছিলো।আমি দ্বিপাক্ষিক ভেবে নিয়েছিলাম। তাই হয়তো আমাকে কষ্ট পেতে হয়েছে।আমি তাদের বেষ্ট ফ্রেন্ড ভাবে থাকলেও তারা কখনোই তা ভাবে নি। তাই তারা কষ্ট দিতে পেরেছে।এটাই সত্য সবচেয়ে কাছের মানুষগুলোর দ্বারাই কষ্ট পেতে হয়। ঠিক যেমন সূর্য তার কাছের গ্রহটিকে সবচেয়ে বেশি পোড়ায়।

pexels-photo-54379.jpeg
সোর্স


একটু বাস্তবাতার সাথে চলুন মিলিয়ে দেখি:

আপনি যদি আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আমি সবচেয়ে বেশি আঘাত কোথায় থেকে পেয়েছি।আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি আপনার উত্তর হবে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো দ্বারা পেয়েছেন ।শুধু আপনি আমি না এই স্টিমিটের আমার বাংলা ব্লগের প্রত্যেকটা সদস্যকে জিজ্ঞেস করেন তাদের উত্তর একই হবে যে কাছের বন্ধু বা কাছের মানুষের কাছ থেকেই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে।এই একই উত্তর আপনি পৃথিবীর সকল মানুষের কাছ থেকেই পাবেন।কারণ আমরা মানুষরা প্রতিদানে মানুষকে কষ্ট দিতেই বেশি ভালোবাসি।আমরা ভুলে যাই ঐ মানুষটার কতোটা অবদান আমার জন্য বা কতোটা করে চলেছেন আমার জন্য।নিজের স্বার্থের পরিপন্থি হলেই মতের বিরুদ্ধে গেলেই আমরা আমাদের খোলস থেকে বের হয়ে আসল রূপটা দেখিয়ে দেই বা নিজের অজান্তেই বের হয়ে আসে।
এখন অনেকেই বলতে পারেন আপনি প্রতিদানের আশায় করে থাকবেন কেন?আসলে কি আমরা প্রতিদানের আশায় না আমরা একটু প্রায়োরিটির আশায় করে থাকি।অন্তত আমি যাদের জন্য সবচেয়ে বেশি করি তাদের কাছে অন্য কিছু না একটু প্রায়োরিটি আরেকটু কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই আশা করি না।কিন্তু অপ্রিয় সত্য কি জানেন এইটুকুও জুটে না আমাদের। যার জন্যই কষ্ট পাই।


বাস্তবতা :

আসলে বাবা মা ছাড়া এই পৃথিবীতে আর কেউই তেমন আপন হয় না।একমাত্র বাবা মা নিঃস্বার্থভাবে করে থাকেন। তাদের কাছে থাকলেও তারা আমাদের কষ্ট নয় বরং আগলে রাখেন। সূর্যের মতো কাছের বলে বেশি পোড়ান না।আমরাও তাদের প্রতি যেটুকু করে থাকি সেটাও নিঃস্বার্থভাবেই করে থাকি।এছাড়া যতো সম্পর্ক আছে সব সম্পর্ক সূর্য আর সূর্যের কাছের গ্রহটির মতো।যাতো কাছের তোতো পোড়াবে।
আর বড় করবো না।আজ এই পর্যন্তই। নিজের ছোট্ট অভিজ্ঞতার আলোকে বললাম। অনেকে দ্বিমত পোষণ করতে পারেন।দ্বিমত থাকতেই পারে। তবে আমার কাছে এটাই সত্যি মনে হয়।

pexels-photo-734479.jpeg
সোর্স


ধন্যবাদ সকলকে। এই গরমে নিজের যত্ন নিয়েন।নিজের পরিবারের সদস্যের খেয়াল রাখিবেন।আশা করি সকলেই সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করিবেন।আবারো ধন্যবাদ সকলকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আসলে এটা ব্যক্তি ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। যেমন অনেকেই দেখি অভিযোগ করে সে তার পরিবারের কাছ থেকে সে সব থেকে বেশি কষ্ট পেয়েছে। আবার আপনি হয়তো আপনার বন্ধুদের কাছ থেকে কষ্ট পেয়েছেন যার কারণে এমনটা বলছেন। তবে এরকমটা হওয়ার কারণ আশেপাশের মানুষদের সাথে আমাদের মেলামেশা বেশি। তাই কষ্টটা পেলে ওই কাছের মানুষ থেকেই পেয়ে থাকি। তবে সবার ক্ষেত্রে বা সব ক্ষেত্রে এটা নাও হতে পারে। কারণ সূর্যের কাছের গ্রহটা সূর্যের তাপ শোষণ করতে পারে এবং এটাতেই সে অভ্যস্ত। যাইহোক যেহেতু আমরা মাঝে মাঝে কাছের মানুষকে নিয়ে কষ্ট পেয়ে থাকি তাই আমাদেরও খেয়াল রাখা উচিত আমরা যেন কখনো নিজের কাছের মানুষকে কষ্ট না দিয়ে ফেলি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61949.37
ETH 2415.67
USDT 1.00
SBD 2.65